অসহায়ভাবে কাঁদছিলেন বিধ্বস্ত ফখর, সান্ত্বনা দেন শাহিন
হতাশার হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করেছে আয়োজক পাকিস্তান। বর্তমান চ্যাম্পিয়নরা উদ্বোধনী ম্যাচেই নাস্তানাবুদ হয়েছে নিউজিল্যান্ডের কাছে। পাকিস্তানের হারের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে ওপেনার ফখর জামানের ইনজুরি। এর ফলে তো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়েছে তাকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ফখর ইনিংসের দ্বিতীয় বলেই ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন। নিউজিল্যান্ডের ইনিংসের বেশিরভাগ সময়ই তাকে মাঠের বাইরে থাকতে হয়। নিজের জায়গা ওপেনিংয়েও ব্যাট করতে নামতে পারেননি ফখর। নামতে হয় চার নম্বরে।
স্পষ্ট অস্বস্তি সত্ত্বেও, ফখর ব্যথার সঙ্গে লড়াই করে ইনিংস ধরে রাখার চেষ্টা করেন। তবে, তাকে স্পষ্টভাবে সংগ্রাম করতে দেখা গেছে। এমনকি ঠিকভাবে স্ট্রাইকও পরিবর্তন করতে পারেননি। অবশেষে ৪১ বলে ২৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই তারকা ব্যাটার।
আউট হওয়ার পর ফখরের আবেগঘন ফেরার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। এরই মধ্যে সেটি ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে পাকিস্তান ও ফখরভক্তরাও চড়েছেন আবেগে।
ইনজুরি নিয়ে ব্যাটিং করা ফখর আউট হওয়ার পর আরও বেশি আবেগি হয়ে পড়েন। নিজের হতাশা নিয়ন্ত্রণ করতে না পেরে মাঠ থেকে বের হওয়ার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় শাহিন আফ্রিদি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আফ্রিদির জানা ছিল না। কারণ, চ্যাম্পিয়নস ট্রফি হতে পারতো ফখরের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক।