চ্যাম্পিয়নস ট্রফি ছেড়ে পাকিস্তানকে জিম্বাবুয়ের সঙ্গে খেলার পরামর্শ

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৯
শেয়ার :
চ্যাম্পিয়নস ট্রফি ছেড়ে পাকিস্তানকে জিম্বাবুয়ের সঙ্গে খেলার পরামর্শ

চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। অথচ ২০১৭ সালের শিরোপাজয়ীরা ঘরের মাঠে এবারের টুর্নামেন্টে শুরুটা করল বাজেভাবে। করাচিতে নিউজিল্যান্ডের বিপক্সে হেরে গেছে ৬০ রানের বড় ব্যবধানে। এমন পরাজয়ে ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটাররা। সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমল তো মোহাম্মদ রিজওয়ানদের জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের সঙ্গে খেলে আসারই পরামর্শ দিলেন। 

পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যই মনে করেন না কামরান। এআরওয়াইকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের বর্তমান দলকে উপহাস করে তিনি বলেন, ‘জিম্বাবুযে ও আয়ারল্যান্ডের মধ্যে সিরিজ চলছে। সেখানে গিয়ে তাদের সঙ্গে খেলো। যদি তাদের সঙ্গে তোমরা জিততে পারো, তাহলেই কেবল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্য হবে তোমরা। পাকিস্তান ক্রিকেটের এই হাল। গত ৬-৭ বছরে আমাদের ক্রিকেটের মানে বিপর্যয় ঘটেছে।’

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ৭৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছিল নিউজিল্যান্ড। সেখান থেকে মাত্র ৫ উইকেট হারিয়েই ৩২০ রান তুলে ফেলে দেশটি। নিউজিল্যান্ডের ক্রিকেট কৌশলের ভূয়সী প্রশংসা করেন কামরান। 

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘তারা (নিউজিল্যান্ড) ম্যাচের প্রথমদিকে ৩ উইকেট হারিয়েছিল। তারা কতটা পরিপক্ক, একবার দেখুন! তারা সময় নিয়েছে, স্ট্রাইক পরিবর্তন করেছে এবং যখন ম্যাচে নিয়ন্ত্রণ এসেছে তখনই আক্রমণ শুরু করেছে। একটা পরিপক্ক দল এমনই খেলে। তারা সবসময়ই একটি বিকল্প পরিকল্পনা নিয়ে আসে। তাদের ব্যাটার রাচিন রবীন্দ্র ইনজুরিতে পড়ল এবং তার বিকল্প (উইল ইয়ং) সেঞ্চুরি করে দিলো।’