ফখরের বদলি ক্রিকেটার নিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৭
শেয়ার :
ফখরের বদলি ক্রিকেটার নিলো পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেই চোট পেয়েছিলেন ফখর জামান। পরে এই ব্যাটার ব্যাটিংয়ে নামলেও ছিটকে যান টুর্নামেন্ট থেকে। এবার তার জায়গায় পাকিস্তান দলে ভেড়াল আরেক ওপেনার ইমাম-উল-হককে। 

করাচিতে গতকাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় চোট পান ফখর। প্রথম ওভারেই বাজেভাবে মাঠে পড়ে যান তিনি। পরে চিকিৎসার জন্য মাঠ ছাড়তে বাধ্য হন। পরে অবশ্য মাঠে ফেরেন তিনি। 

ফখরের পরিবর্তে ইমামকে অনুমোদন দিয়েছে আয়োজক কমিটি। নতুন কোনো খেলোয়াড়কে স্কোয়াডে যুক্ত করতে হলে ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন নিতে হয়। চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের হয়ে খেলেছেন ইমাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। 

ইমাম-উল হক। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ৬০ রানে হেরে গেছে স্বাগতিক পাকিস্তান। নিউজিল্যান্ডের দেওয়া ৩২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬০ রানেই থামে পাকিস্তান। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।