বেলিংহ্যাম ২ ম্যাচের জন্য নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৯
শেয়ার :
বেলিংহ্যাম ২ ম্যাচের জন্য নিষিদ্ধ

লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর থেকেই নিশ্চিত ছিল, নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুডে বেলিংহ্যাম। গত শনিবারের সেই ঘটনার পর আজ বুধবার এই তারকাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। 

বেলিংহ্যামের নিষেধাজ্ঞা অবশ্য শুধু লা লিগার ম্যাচেই সীমাবদ্ধ থাকবে। আজ রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন তিনি। তবে লিগে পরের দুই ম্যাচে জিরোনা ও রেয়াল বেতিসের বিপক্ষে তাকে পাবে না রিয়াল।

গত শনিবার ওসাসুনার মাঠে রেয়ালের ১-১ ড্র হওয়া ম্যাচের ৩৯তম মিনিটে রেফারিকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে দেখা যায় ২১ বছরের বেলিংহ্যামকে। এরপরই তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি হোসে মুনুয়েরা।

ম্যাচ শেষে বেলিংহ্যাম অবশ্য দাবি করেছেন, রেফারিকে উদ্দেশ্য করে কোনো অপমানজনক মন্তব্য তিনি করেননি। ওই সময় নিজের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ করেছিলেন তিনি। পরে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করে নেন বেলিংহ্যামের গালি দেওয়ার বিষয়টি। তবে সেটি যে রেফারির উদ্দেশ্যে ছিল না, সেটিও পরিষ্কার করেন তিনি। পরে সতীর্থদের কাছে ক্ষমাও চান বেলিংহ্যাম।

বর্তমানে ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে রিয়াল। সমান পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে সবার ওপরে বার্সেলোনা।