এক শ’তে বাংলাদেশকে ৪৫ দিলেন অশ্বিন, ভারত-পাকিস্তানকে কত

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১
শেয়ার :
এক শ’তে বাংলাদেশকে ৪৫ দিলেন অশ্বিন, ভারত-পাকিস্তানকে কত

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে গঠিত ‘এ’ গ্রুপে লড়াই হবে হাড্ডাহাড্ডি। সেমিফাইনালে যেতে শীর্ষ দুইয়ে থাকার কোনো বিকল্প নেই দলগুলোর সামনে। কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তারপরও এই গ্রুপের চার দলের সম্ভাবনা নিয়ে এক শ’র মধ্যে নম্বর দিলেন ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। 

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে অশ্বিন গ্রুপের চার দলের মধ্যে সবচেয়ে কম নম্বর দিয়েছেন বাংলাদেশকে। নাজমুল হোসেন শান্তর দলকে ৪০ রেটিং পয়েন্টের বেশি দিতে পারেননি অশ্বিন। তিনি দ্বিতীয় সর্বনিম্ন ৫৫ রেটিং পয়েন্ট দিয়েছেন টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানকে। 

‘এ’ গ্রুপে অশ্বিন সবচেয়ে এগিয়ে রেখেছেন ভারত ও নিউজিল্যান্ডকে। দুই দলকেই সমান ৮৫ রেটিং পয়েন্ট দিয়েছেন তিনি। তবে ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ খেলতে পারলে ৯০ রেটিং পয়েন্ট দিতেন বলেও উল্লেখ করেছেন অশ্বিন। এছাড়া ভারতের সব ম্যাচের ভেন্যু দুবাই নিয়ে শঙ্কার কথাও বলেছেন তিনি। 

ভারতের সাবেক এই স্পিনার বলেন, ‘আমি তাদের (ভারত) ৮৫ দেব। আমি ভারতকে ৯০ দিতাম যদি বুমরাহ থাকত। তাকে ছাড়া ভারত সম্পূর্ণ আলাদা দল। আমার দৃষ্টিতে ভারতকে নিয়ে একমাত্র উদ্বেগ হলো তাদের সব খেলা দুবাইয়ে। ধরা যাক, আমরা তিনটি টসই হেরেছি এবং প্রথমে ব্যাট করতে হয়েছে; কারণ এই ভেন্যুতে দিন এবং রাতের মধ্যে পার্থক্য চক এবং পনিরের মতো (পুরোপুরি আলদা)। তাই যদি প্রতিপক্ষ যদি আলোর নিচে ব্যাট করে, তাহলে এই ৮৫ রেটিংও কমতে থাকবে।’