বাবার মৃত্যুতে দেশে ফিরেছেন ভারতীয় বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯
শেয়ার :
বাবার মৃত্যুতে দেশে ফিরেছেন ভারতীয় বোলিং কোচ

মরনে মরকেলের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাবার মৃত্যুর কারণে ভারতীয় এই ফাস্ট বোলিং কোচ দুবাই থেকে জরুরিভিত্তিতে দেশে ফেরার বিমান ধরেছে বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

তবে সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার কবে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন, সেই বিষয়ে নিশ্চিত কোনো খবর নেই। তিনি আদৌ চ্যাম্পিয়নস ট্রফির মাঝে যোগ দিতে পারবেন কিনা, সেই বিষয়েও রয়েছে সংশয়।বোলিং কোচকে ছাড়াই হয়তো মিনি বিশ্বকাপে মাঠে নামতে হতে পারে রোহিত শর্মার দল।

ভারতীয় দল চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে বর্তমানে আরব আমিরাতে রয়েছে। কোহলিরা দুবাইয়ে পৌঁছে অনুশীলনও শুরু করেছেন। যেখানে টিম ইন্ডিয়ার প্রথম অনুশীলন সেশনে মরকেল উপস্থিত ছিলেন। তবে সোমবার অনুশীলনের সময় ভারতীয় দলের সঙ্গে দেখা যায়নি বোলিং কোচকে।

আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় দিনে ভারত তাদের অভিযান শুরু করবে। দুবাইয়ের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ।

গ্রুপ পর্বে ভারতীয় দল পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলবে। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। ২ মার্চ দুবাইয়েই লিগের তৃতীয় তথা শেষ ম্যাচে রোহিত শর্মাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।