বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ফ্যাসিস্টের দোসর বললেন শিক্ষকরা
বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে ফ্যাসিস্ট বলায় উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন শিক্ষক সমাজ। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্যকে ক্ষমা চাইতে বলা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অনাকাক্সিক্ষত ঘটনাবলির বিষয়ে শিক্ষক সমাজের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে শিক্ষক সঞ্জয় কুমার সরকার বলেন, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার কয়েকদিন ধরে অনাকাক্সিক্ষত কতিপয় ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি।
তিনি বলেন, উপাচার্য ড. শুচিতা শরমিন গত ১৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীকে ফ্যাসিস্ট বলে গালি দিয়েছেন। অথচ বরিশাল বিশ্ববিদ্যালয়ই বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান, যেখানে বিশেষ করে শিক্ষার্থীরা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে
আরও পড়ুন:
হরতাল-অবরোধে শীতের পোশাক ব্যবসায় মন্দা
পেটোয়া পুলিশ বাহিনীকে প্রতিহত করে প্রথম বিজয় অর্জন করেছিল। সেই অকুতোভয় শিক্ষার্থীদের সমর্থনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সব রকম হয়রানি ও নির্যাতনের ভয় উপেক্ষা করে বিবৃৃতি প্রদান করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। অপরদিকে উপাচার্য ড. শুচিতা শরমিন নিজে ছিলেন ফ্যাসিস্ট শক্তির একজন চিহ্নিত দোসর। ২০২৪ সালের আমি-ডামির নির্বাচনের পক্ষে দাঁড়িয়ে বিশিষ্ট নাগরিক, শিক্ষক ও পেশাজীবীরা যে বিবৃতি দিয়েছিলেন তাদের সেই বিবৃতিপত্রে ১০৮ নম্বর স্বাক্ষরকারী ছিলেন ড. শুচিতা শরমিন। এমন চিহ্নিত ফ্যাসিস্ট বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ফ্যাসিস্ট বলেছেন, এর চেয়ে লজ্জার ও ঘৃণার কিছু হতে পারে না। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। আমাদের দাবি- এই বক্তব্যের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর কাছে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
সংবাদ সম্মেলনে সিন্ডিকেট সদস্য ড. মো. মুহসিন উদ্দীনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল