চ্যাম্পিয়নস ট্রফিতে নজর থাকবে যে ৫ ব্যাটারের ওপর

​ স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৮
শেয়ার :
চ্যাম্পিয়নস ট্রফিতে নজর থাকবে যে ৫ ব্যাটারের ওপর

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। পাকিস্তানের আয়োজনে টুর্নামেন্টটি আয়োজিত হলেও ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। বাকি ম্যাচগুলো পাকিস্তানের তিন ভেন্যু করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট উপলক্ষে কয়েকজন ব্যাটার বিশেষভাবে আলো কেড়ে নিতে পারেন বলে এক প্রতিবেদনে বিশ্লেষণ করেছে আইসিসি।

ফখর জামান (পাকিস্তান)

৮৫ ম্যাচে ৩ হাজার ৬২৭ রান, গড়: ৪৬.৫০, সর্বোচ্চ ২১০, সেঞ্চুরি: ১১, হাফ সেঞ্চুরি: ১৭

সাঈদ আনোয়ার পরবর্তী যুগে পাকিস্তানের সেরা ওপেনার হিসেবে বিবেচনা করা হয় ফখর জামানকে। ম্যাচের গতিপথ মুহূর্তেই বদলে দিতে পারেন তিনি। দুর্দান্ত সব স্ট্রোকপ্লে তার। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর তারই। ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পথে ফাইনালে ১১৪ রান করেছিলেন এই ফখর। 

ড্যারিয়েল মিচেল (নিউজিল্যান্ড)

ম্যাচ: ৪৫, রান: ১ হাজার ৭৬৫, গড়: ৫০.৪২, সর্বোচ্চ ১৩৪, সেঞ্চুরি: ৬, হাফ সেঞ্চুরি: ৭

নিউজিল্যান্ডের শিরোপা জিততে বড় ভূমিকা রাখতে হবে মিচেলকে। অভিষেকের পর থেকেই এশিয়ান কন্ডিশনে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বেশ কার্যকরী তিনি। ২০২৩ সালে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ৬৯ গড়ে ৫৫২ রান করেছিলেন তিনি। পাকিস্তানে তার গড় পঞ্চাশের বেশি। 

হেনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা)

ম্যাচ: ৫৮, রান: ২ হাজার ৭৪, গড়: ৪৪.১২, সর্বোচ্চ: ১৭৪, সেঞ্চুরি: ৪, ফিফটি: ১০

সহজাত ব্যাটিং করতে পারলে প্রতিপক্ষকে একাই গুঁড়িয়ে দিতে পারেন প্রোটিয়া উইকেটকিপার ব্যাটার হেনরিখ ক্লাসেন। ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন ৫০০ বল মোকাবেলা করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ স্ট্রাইকরেট তার। স্পিনারদের অবলীলায় পুল খেলার দক্ষতার কারণে ক্লাসেন হতে পারেন টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটার। 

শ্রেয়াস আইয়ার

ম্যাচ: ৬৫, রান: ২ হাজার ৬০২, গড়: ৪৮.১৮, সর্বোচ্চ ১২৮, সেঞ্চুরি: ৫, হাফ সেঞ্চুরি: ২০

ভারতের হয়ে শ্রেয়াস আইয়ারের খেলাকে সবসময়ই গুরুত্বপূর্ণ বলে মনে করেন দলটির হেড কোচ গৌতম গম্ভীর। সবশেষ ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে এই ক্রিকেটারের ছিল দারুণ ভূমিকা। মাঝের ওভারগুলোতে তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ১২৩.১২ স্ট্রাইকরেটে করেছেন ১৮১ রান। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করায় বেশ সিদ্ধহস্ত আইয়ার। 

বেন ডাকেট (ইংল্যান্ড)

ম্যাচ: ১৯, রান: ৮৩১, গড়: ৪৬.১৬, সর্বোচ্চ: ১০৭, সেঞ্চুরি: ২, হাফ সেঞ্চুরি: ৬

দারুণ গড় ও স্ট্রাইকরেট বজায় রেখে ব্যাটিং করা বেন ডাকেট ইংল্যান্ডের টপ অর্ডারে গুরুত্বপূর্ণ সদস্য। আরেক ইংলিশ ওপেনার ফিল সল্টকে নিয়ে দারুণ বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন তৈরি করেছেন ডাকেট। মাঝের দিকে হ্যারি ব্রুক, জস বাটলার ও জো রুটের মতো ব্যাটার থাকায় শুরুর দিতে ইচ্ছামতো খেলতে পারবেন ডাকেট। যা তাকে করে তুলতে পারে বেশ ভয়ংকর। ভারতের বিপক্ষে সবশেষ সিরিজেও ১২২.৪২ স্ট্রাইকরেট রেখে করেছেন ১৩১ রান।