টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭
শেয়ার :
টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন

টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১ মিনিট ১২ সেকেন্ডের টিজারে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশ দলের নতুন এই জার্সি।

চিরায়িত লাল-সবুজের সঙ্গে সোনালি আভায় ঠাঁই পেয়েছে বাঘের উপস্থিতি। ছোট্ট টিজারে নতুন জার্সি গায়ে ফ্রেমবন্দী হয়েছেন শান্ত-মিরাজসহ দলের ১৫ ক্রিকেটার।

গতকাল রবিবার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক টিজারের মাধ্যমে চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করে বিসিবি।

এরই মধ্যে জার্সিটি দর্শকদের নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রশংসাও কুড়াচ্ছে বেশ।

মাহমুদউল্লাহ রিয়াদ-নাজমুল হোসেন শান্তরা যে জার্সি গায়ে জড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলবেন তার পুরোটাই লাল সবুজ হবে, এমন কনসেপ্ট থেকে বেরিয়ে এসেছে বিসিবি। পতাকার লাল-সবুজের মিশেল যেমন আছে, তৃতীয় রঙ হিসেবে ব্যবহার করা হয়েছে সোনালী রঙ।

সাধারণত ওয়ানডে ম্যাচে একটু ডার্ক কালার ব্যবহার করে বিসিবি। এবারও তার ব্যতিক্রম হয়নি। গাঢ় সবুজ জার্সিতে আলাদা করে নজর করেছে বাঘের ছোঁয়া।