শীর্ষ রান সংগ্রাহক, উইকেটশিকারীদের বেছে নিলেন আকরাম, যুবরাজ, আফ্রিদিরা

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৪
শেয়ার :
শীর্ষ রান সংগ্রাহক, উইকেটশিকারীদের বেছে নিলেন আকরাম, যুবরাজ, আফ্রিদিরা

দীর্ঘ ৮ বছর পর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। ২০১৭ সালে সবশেষ ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল আসরটি। সেবার ভারতকে হারিয়ে ফাইনাল জিতেছিল পাকিস্তান। সেই টুর্নামেন্টে খেলা অনেক ক্রিকেটার খেলছেন এবারও। তবে এই সময়ে অনেক জল গড়িয়েছে, ফর্মের ওঠানামা হয়েছে, আবির্ভাব ঘটেছে নতুন অনেক তারকার।

 এবার গ্রুপপর্বেই আবার মুখোমুখি হচ্ছে পাকিস্তান-ভারত। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠেয় সেই ম্যাচের আগে নতুন-পুরোনো ক্রিকেটারদের মধ্যে বিভিন্ন বিভাগে সেরা হতে পারেন, এমন সব ক্রিকেটারদের বেছে নিয়েছেন ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার।

 ভারতের থেকে এই ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক তুখোড় অলরাউন্ডার যুবরাজ সিং ও নভজ্যোত সিং সিধু। আর পাকিস্তান থেকে সেরা রান সংগ্রাহক, উইকেটশিকারী, প্রস্তাববিস্তারী খেলোয়াড়ের নাম জানিয়েছেন কিংবদন্তি অলরাউন্ডার ওয়াসিম আকরাম ও সাবেক বিধ্বংসী অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

 কে হবেন সর্বোচ্চ রান সংগ্রাহক?

যুবরাজ সিং: শুভমান গিল

নভজ্যোত সিং সিধু: রোহিত শর্মা

শহীদ আফ্রিদি: বাবর আজম

ইনজামাম-উল-হক: বাবর আজম

কে হবেন শীর্ষ উইকেটশিকারী?

যুবরাজ সিং: মোহাম্মদ শামি

নভজ্যোত সিং সিধু: একজন ভারতীয় স্পিনার

শহীদ আফ্রিদি: শাহিন শাহ আফ্রিদি

ইনজামাম-উল-হক: হারিস রউফ

ম্যাচ ঘুরিয়ে দেওয়া ক্রিকেটার কে হবেন?

যুবরাজ সিং: হার্দিক পান্ডিয়া

নভজ্যোত সিং সিধু: ঋষভ পন্ত

শহীদ আফ্রিদি: মোহাম্মদ রিজওয়ান

ইনজামাম-উল-হক: ফখর জামান

 নজর থাকবে যে তরুণ খেলোয়াড়ের ওপর

যুবরাজ সিং: শুভমান গিল

নভজ্যোত সিং সিধু: বরুণ চক্রবর্তী

শহীদ আফ্রিদি: সৌদ শাকিল

ইনজামাম-উল-হক: সৌদ শাকিল

কে বেশি প্রভাব ফেলবে: শামি না শাহিন?

শহীদ আফ্রিদি: দুজনেই নতুন বল ব্যবহার করতে জানে, তাই দেখা যাক।

ইনজামাম-উল-হক: শাহিন শাহ আফ্রিদি

ভারত-পাকিস্তান ম্যাচে কোন দল বেশি এগিয়ে?

যুবরাজ সিং: দুবাইয়ের কন্ডিশনে,পাকিস্তানের সুযোগ বেশি থাকবে।

নভজ্যোত সিং সিধু: ভারত অনেক ভালো ভারসাম্যপূর্ণ দল।

ইনজামাম-উল-হক: উভয় দলই সমান; এটা তাদের শারীরিক ভাষার ওপর নির্ভর করে।

শহীদ আফ্রিদি: মনোভাব এবং শারীরিক ভাষা বিজয়ী নির্ধারণ করবে।