মুম্বাইয়ে এক আফগানের পরিবর্তে আরেক আফগান
অল্প বয়সেই বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিলেন আফগানিস্তানের রহস্য স্পিনার এএম গজনফর। তরুণ এই স্পিনারের ওপর নজর পড়ে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসেরও। পরে আইপিএলের মেগা নিলামে তাকে ৪ কোটি ৮০ লক্ষ টাকায় কিনে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যদিও আইপিএল রাঙানোর স্বপ্নটি এত দ্রুতই বাস্তবায়ন হচ্ছে না ১৮ বছরের গজনফরের। সম্প্রতি জিম্বাবুয়ে সফরে গিয়ে ইনজুরিতে পড়েছেন তিনি। ফলে ছিটকে গেছেন ২০২৫ সালের পুরো আইপিএল মৌসুম থেকেই। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলতে পারছেন না তিনি।
আফগান তারকা গজনফরের পরিবর্তে আরেক আফগানকে দলে ভিড়িয়েছে মুম্বাই। ২ কোটি রুপিতে স্পিনার মুজিব-উর-রহমানকে দলে ভিড়িয়েছে দলটি। এক বিবৃতিতে মুম্বাই লিখেছে, ‘মুম্বাই ইন্ডিয়ানস গজনফরের দ্রুত সুস্থতা কামনা করছে এবং ‘পরিবারে’ মুজিবকে স্বাগত জানাচ্ছে।’
মুজিব এর আগেও আইপিএলে খেলেছেন। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ১৯ ম্যাচ খেলা মুজিব সবশেষ খেলেছেন ২০২১ সালে, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এর আগে তিনি পাঞ্জাব কিংসের হয়ে তিন মৌসুম খেলেছিলেন। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে তিন শ’র বেশি ম্যাচ খেলে ৩৩০ উইকেট নিয়েছেন তিনি। ওভারপ্রতি রান দিয়েছেন ছয়ের একটু বেশি হারে।