ধুঁকতে থাকা ম্যাকগার্ক সফল হবে পাকিস্তানে, বিশ্বাস স্মিথের
জাতীয় দলে আসার আগেই আইপিএল দিয়ে নাম কুঁড়িয়েছেন আগ্রাসী অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। ডেভিড ওয়ার্নারের অবসরের পর তাকেই ভাবা হয়েছিল দলটির সম্ভাব্য ‘বিগ হিটিং ওপেনার’। তবে জাতীয় দলে আস্থার সেই প্রতিদান দিতে পারছেন না ম্যাকগার্ক।
অভিষেকের পর থেকেই ফর্মে আসার লড়াই করছেন ২২ বছরের ম্যাকগার্ক। এখনো পর্যন্ত ৭টি ওয়ানডে খেলা এই ওপেনার মাত্র ১৪ গড়ে করেছেন ৯৮ রান। সদ্য সমাপ্ত শ্রীলংকা সিরিজে দলের উদ্বেগ আরও বাড়িয়েছেন তিনি। ২ ম্যাচ খেললেও ১১ রানের বেশি করতে পারেননি এই তরুণ। শেষ ওয়ানডেতে ব্যর্থতার পর তো তার দলে জায়গা নিয়েই প্রশ্ন ওঠে।
তবে তরুণ ম্যাকগার্কের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। তার বিশ্বাস, পাকিস্তানের ফ্ল্যাট উইকেটে সফল হবেন ম্যাকগার্ক।
স্মিথের ভাষ্য, ‘হ্যাঁ, দেখুন, ও (ম্যাকগার্ক) স্পষ্টতই একজন আক্রমণাত্মক খেলোয়াড়। মাঠের চারপাশে শট খেলতে পারে সে। এবং আমার মনে হয় সেই শটগুলো ঠিক সময়ে করতে হবে। সে এখনো ছন্দ খুঁজে পায়নি, তবে দারুণ কিছু শট খেলেছে। আমরা তার প্রতিভা সম্পর্কে জানি এবং এই কারণেই সে দলে আছে।’
পাকিস্তানের কন্ডিশনে ম্যাকগার্কের সম্ভাবনা নিয়ে স্মিথ বলেন, ‘সে (ম্যাকগার্ক) বিপজ্জনক ক্রিকেটার। আমার মনে হয় পাকিস্তানের উইকেটগুলো তার জন্য উপযুক্ত। তাই হ্যাঁ, আমি মনে করি সে দলের চারপাশে থেকে, আমাদের সকলের সঙ্গে... কোচদের সঙ্গে কাজ করে এবং খেলা সম্পর্কে কথা বলে অনেক কিছু শিখবে।’
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া পাচ্ছে না মূল দলের চার খেলোয়াড় প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ এবং মিচেল স্টার্ককে। যেটি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বড় একটি চ্যালেঞ্জ।
আগামী ২২ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফি দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংহা, ম্যাথিউ শর্ট ও অ্যাডাম জাম্পা।
ট্রাভেলিং রিজার্ভ: কুপার কনলি।
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি
২২ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড; লাহোর, পাকিস্তান
২৫ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা; রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৮ ফেব্রুয়ারি, আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া; লাহোর, পাকিস্তান