সৌদি আরব যাওয়ার গুঞ্জন, ভিনিসিউস প্রশ্নে বিরক্ত আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১
শেয়ার :
সৌদি আরব যাওয়ার গুঞ্জন, ভিনিসিউস প্রশ্নে বিরক্ত আনচেলত্তি

সৌদি আরবে পাড়ি জমাতে পারেন ভিনিসিউস জুনিয়র! এমন খবর মাঝে মধ্যেই বাতাসে ভেসে বেড়ায়। তবে বিষয়টি নিয়ে তিতিবিরক্ত রিয়াল কোচ।

গতকাল শুক্রবার ওসাসুনার বিপক্ষে ম্যাচের সংবাদ সম্মেলনে ভিনিসিউসকে নিয়ে একই প্রশ্ন করলে বিরক্তির সুরে জবাব দেন কার্লো আনচেলত্তি। জানান, এ নিয়ে কথা বলতেই চান না তিনি।

লা লিগায় আজ শনিবার ওসাসুনার বিপক্ষে খেলবে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়াই এ মুহূর্তে মূল লক্ষ্য আনচেলত্তির। কিন্তু এমন সময়ে ফের উঠেছে ভিনিসিউসের সৌদি আরব যাত্রার সম্ভাবনা নিয়ে গুঞ্জন।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বিরক্তির সুরে বলেন, ‘বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। আমি কি এই ইস্যুতে বিরক্ত? হ্যাঁ। আমি কি এ নিয়ে চিন্তিত? না। আমি কি তাকে সুখী দেখছি? হ্যাঁ।’

তিনি বলেন, ‘আমরা তাকে নিয়ে খুশি। এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে যা বলেছিলাম, এই ইস্যুতে বাড়তি কিছুই যোগ করার নেই আমার। এই বিষয় নিয়ে আমরা কথা বলি না, সেও বলে না। তাকে আমি সেই পুরান ভিনিসিউসের রূপেই দেখছি, যে সবকিছু ঠিকঠাক করতে ভীষণ আগ্রহী এবং সে গত ম্যাচে খুব ভালোভাবে তা করেও দেখিয়েছে।’

ইউরোপের ফুটবলে সর্বোচ্চ দলবদল অর্থ দিয়ে খেলোয়াড় দলে টানার রেকর্ডটা পিএসজির। ২০১৭ সালে ২২.২ কোটি ইউরোর বিনিময়ে নেইমারকে স্কোয়াডে ভিড়িয়েছিল ক্লাবটি। ভিনির জন্য সে রেকর্ডটাও ভাঙতে প্রস্তুত সৌদি ক্লাব আল হিলাল। আসছে ক্লাব বিশ্বকাপে খেলবে তারা। তার আগেই স্কোয়াডে বড় এক তারকাকে ভেড়াতে উঠে পড়ে লেগেছে সৌদি এই ক্লাব।

ভিনির জন্যও প্রস্তাবটা বেশ লোভনীয়। সেখানে যোগ দিলে ৫ বছরে সব মিলিয়ে তিনি আয় করতে পারবেন ১০০ কোটি ইউরো, প্রতি বছর তিনি আয় করবেন ২০ কোটি ইউরো। এমন প্রস্তাবকে পায়ে ঠেলা খুব সহজ কাজ নয় আদৌ।

তবে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, ভিনিসিয়ুস জুনিয়রের সৌদি আরবে পাড়ি জমানোর সম্ভাবনা নিয়ে তিনি চিন্তিত নন।