এশিয়ায় সর্বনিম্ন রানে অলআউট হয়ে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১
শেয়ার :
এশিয়ায় সর্বনিম্ন রানে অলআউট হয়ে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

শ্রীলংকা সফরে মুদ্রার দুই পিঠই দেখল অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজে স্বাগতিকদের নাকানিচুবানি খাওয়ানো অস্ট্রেলিয়া পাত্তাই পেল না ওয়ানডে সিরিজে। আজ শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে ১৭৪ রানের বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। 

টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮১ রানে থামে শ্রীলংকা। জবাব দিতে নেমে ১০৭ রানেই অলআউট হয়েছে স্টিভেন স্মিথের দল। এশিয়ার মাটিতে এটিই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ঘটনা। এর আগে, সংযুক্ত আরব আমিরাতের শারজায় ১৯৮৫ সালে ভারতের বিপক্ষে ১৩৯ রানে অলআউট হয়েছিল অজিরা। শ্রীলংকার বিপক্ষে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ঘটনা। এর চেয়ে কম ৭৪ রানে অলআউট হয়েছিল ২০১৩ সালে, ব্রিসবেনে। 

কলম্বোতে প্রথমে ব্যাট করা শ্রীলংকা উইকেট তেমন না হারালেও রান তুলেছে ধীরগতিতে। প্রথম ৩৫ ওভারে মাত্র দেড় শ রান করতে পারে লংকানরা। এই সময়ে তিন উইকেট হারায় দলটি। তবে শেষ ৯০ বলে দারুণ ব্যাটিং করে ১৩১ রান তুলে নেয় চারিথ আসালঙ্কার দল। এর মধ্যে শেষ ৪৬ বলেই আসে ৮১ রান। 

শেষের দিকে রানবন্যার কারণ আসলঙ্কা ও জানিথ লিয়ানাগের ঝোড়ো ব্যাটিং। পঞ্চম উইকেট জুটিতে মাত্র ৩৫ বলে এই দুজন যোগ করেন ৬৬ রান। শেষ পর্যন্ত আসালঙ্কা ৬৬ বলে ৭৮ ও লিয়ানাগে ২১ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। তবে লংকানদের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেছেন কুশল মেন্ডিস। ১১৫ বলের ইনিংসে ১১টি চার হাঁকিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। ম্যাচসেরা হয়েছেন তিনিই। 

২৮২ রানের জবাব দিতে নেমে ৩৩ রানের মধ্যেই ম্যাথিউ শর্ট, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও ট্র্যাভিস হেডকে হারায় অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন স্মিথ ও জশ ইংলিস। দুজনে যোগ করেন ৪৬ রান। তবে ৭৯ রানের মাথায় ইংলিসের পতনের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজি ইনিংস। শেষ ২৮ রান তুলতে ৭ উইকেট হারিয়ে ১০৭ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া। 

শ্রীলংকার সবচেয়ে সফল বোলার দুনিথ ভেলালাগে। ৭ ওভার ২ বল করে ৩৫ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন তিনি। ৩টি করে উইকেট নেন পেসার আসিথা ফার্নান্দো ও লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।