চ্যাম্পিয়নস ট্রফিজয়ী সবশেষ অধিনায়কের চোখে এবার সেমিফাইনালে কারা

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮
শেয়ার :
চ্যাম্পিয়নস ট্রফিজয়ী সবশেষ অধিনায়কের চোখে এবার সেমিফাইনালে কারা

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচের আর ঠিক ৫ দিন বাকি। টুর্নামেন্টে দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। ২০১৭ সালের পর এই প্রথম হতে যাওয়া টুর্নামেন্টটির গ্রুপ ‘এ’-তে আছে, পাকিস্তান (বর্তমান চ্যাম্পিয়ন), ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ। গ্রুপ ‘বি’-তে লড়বে অস্ট্রেলিয়া (বিশ্বকাপ চ্যাম্পিয়ন), দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড।

এর মধ্যে সেমিফাইনালে কোন চার দল খেলবে, এমন প্রসঙ্গে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলের অধিনায়ক সরফরাজ আহমেদ জানালেন, ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান এবং ‘বি’ গ্রুপ থেকে খেলবে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। 

আফগানিস্তানকে সেমিফাইনালে দেখতে যাওয়ার যুক্তি হিসেবে সরফরাজ বলেন, ‘এটা একটা টুর্নামেন্ট, অবশ্যই, প্রতিটি দলই এটি জিততে পারে। আমার মনে হয় আফগানিস্তানের সত্যিই শক্তিশালী দল আছে, অস্ট্রেলিয়া এবং ভারতেরও। তাদের স্পিন বিকল্পগুলি এত ভালো এবং এই পরিস্থিতিতে সফল হওয়ার জন্য আপনার এটির প্রয়োজন হবে।’

২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলের মাত্র ৩ সদস্য খেলছেন এবারের টুর্নামেন্টে। তবে পাকিস্তানকে নিয়ে বেশ আশাবাদী সরফরাজ, ‘শিরোপা ধরে রাখার বেশ ভালো সুযোগ আছে পাকিস্তানের সামনে এবং আমি মনে করি পাকিস্তান একটি শক্তিশালী দল। ২০১৭ সালে খেলা কিছু ক্রিকেটার এবারও আছে এবং আমরা সেরা কিছু ক্রিকেটার নিয়ে কথা বলছি- বিশেষ করে বাবর আজম।’

বাবরের প্রশংসা করে সরফরাজ বলেন, ২০১৭ সালে খেলা বাবরের থেকে এই বাবর অনেক আলাদা; আরও পরিণত খেলোয়াড় এবং প্রভাব বিস্তার করা খেলোয়াড়। তার ব্যাটিং পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, একইভাবে ফখর জামানেরও। 

পাকিস্তানের বোলিং আক্রমণের গুরুত্বের উপর জোর দিয়ে শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফকে বর্তমানে বিশ্বের সেরা দুজন হিসেবে উল্লেখ করেন সরফরাজ। দুই বোলারই অসাধারণ ফর্মে আছেন এবং টুর্নামেন্টে পাকিস্তানের সাফল্যের জন্য তাদের অবদান গুরুত্বপূর্ণ হবে।

তবে ঘরের মাঠে খেলা ও বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় পাকিস্তানের ওপর যে বাড়তি চাপ থাকবে সেটিও স্বীকার করলেন সরফরাজ, ‘চাপ থাকবেই। ঘরের মাঠে খেলা ও বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় দর্শকদের উচ্চ প্রত্যাশা থাকবে। কিন্তু তারা দলের পাশেও থাকবেন।’