মারাত্মক ইনজুরিতে পড়ায় হাভার্টজকে নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৯
শেয়ার :
মারাত্মক ইনজুরিতে পড়ায় হাভার্টজকে নিয়ে শঙ্কা

চোটের কারণে বাইরে আছেন আর্সেনালের তিন ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকা ও গাব্রিয়েল মার্তিনেল্লি। দুঃসংবাদের মিছিলে এরপর যোগ হয়েছে আরেক নির্ভরযোগ্য ফরোয়ার্ড কাই হাভার্টজের নাম। বিবিসি জানিয়েছে, এই চোটের কারণে লাগতে পারে অস্ত্রোপচার। আর সেটি হলে বাকি মৌসুমে খেলতে পারবেন না এই জার্মান তারকা। 

হাভার্টজ চোট পেয়েছেন দুবাইয়ে দলের অনুশীলন ক্যাম্পে। হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে তার। যদিও তার চোট নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আর্সেনাল। আগামীকাল শুক্রবার এ বিষয়ে জানতে চাওয়া হতে পারে আর্সেনাল কোচ মিকেল আর্তেতার কাছে। 

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের হয়ে মোট ৩৪ ম্যাচ খেলেছেন হাভার্টজ। এর মধ্যে ১৫ গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। এই গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্টও আছে ২৫ বছর বয়সী এই তারকার। 

ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। সবার ওপরে থাকা লিভারপুলের আরও ৭ পয়েন্ট বেশি। গুরুত্বপূর্ণ এই সময়ে হাভার্টজে হারালে বড় মূল্য দিতে হবে আর্সেনালকে।