বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শাহিনসের স্কোয়াডে যারা
চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে ‘শাহিনস’ হিসেবে পরিচিত পাকিস্তানের ‘এ’ দল। ম্যাচ তিনটি উপলক্ষে আলাদা তিনটি স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শাহিনসের ম্যাচ চ্যাম্পিয়নস ট্রফি শুরুর দুইদিন আগে। ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওই ম্যাচে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন মোহাম্মদ হারিস। সেই স্কোয়াডের কোচ এবং ম্যানেজার উমর গুল। একই দিনে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে পাকিস্তান শাহিনস। ওই দলের অধিনায়কত্ব করবেন মোহাম্মদ হুরাইরা এবং কোচ ও ম্যানেজারের ভূমিকায় থাকবেন ইজাজ আহমেদ জুনিয়র।
তার আগে, আরও একটি ম্যাচ খেলবে পাকিস্তান শাহিনস। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে তারা। সেই দলের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে অলরাউন্ডার শাদাব খানকে। এছাড়া কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মনসুর আলী খান।
পাকিস্তান শাহিনসের স্কোয়াড
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে:
শাদাব খান (অধিনায়ক), আবদুল ফাসিহ, আরাফাত মিনহাস, হুসেইন তালাত, ইরফান খান নিয়াজি, জাহানদাদ খান, কাশিফ আলী, মহসিন রিয়াজ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আখলাক, মোহাম্মদ আমির খান এবং মোহাম্মদ ইমরান।
করাচি জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে:
মুহাম্মদ হুরায়রা (অধিনায়ক), আমাদ বাট, ফয়সাল আকরাম, গাজী ঘোরি, হাসান নওয়াজ, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মাজ সাদাকাত, মেহরান মুমতাজ, নিয়াজ খান, কাসিম আকরাম এবং সাদ খান।
আইসিসি একাডেমি, দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে:
মুহাম্মদ হারিস (অধিনায়ক), আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।
ম্যাচের সময়সূচী:
১৪ ফেব্রুয়ারি: লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে (দুপুর ৩টা)
১৭ ফেব্রুয়ারি: করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (দুপুর ৩টা)
১৭ ফেব্রুয়ারি: দুবাইয়ের আইসিসি একাডেমিতে বাংলাদেশের বিপক্ষে (দুপুর ৩টা)