২১ বছরেই বিশ্বকাপজয়ী বাংলাদেশি তারকার অবসর

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৫
শেয়ার :
২১ বছরেই বিশ্বকাপজয়ী বাংলাদেশি তারকার অবসর

প্রান্তিক নওরোজ নাবিল, বাংলাদেশের উদীয়মান ক্রিকেটারদের মধ্যে অন্যতম। ২০২০ যুব বিশ্বকাপে শিরোপাজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন। তবে হঠাৎ করে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। যেখানে বয়সটা মাত্র ২১!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত নাবিল পড়াশোনায় মনোনিবেশ করতে চান। এছাড়া স্বাস্থ্যগত ইস্যুর কারণে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত তার।

নাবিল অবশ্য দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের মিশনে কোনো ম্যাচ খেলেননি। কিন্তু আইসিসির সোশ্যাল মিডিয়ায় তার সাক্ষাৎকার প্রশংসিত ছিল।

অবশ্য ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে পরের যুব বিশ্বকাপে নাবিল ছয় ম্যাচ খেলেন, করেন ৮৪ রান। একই বছর খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় নাবিলের। সংক্ষিপ্ত ক্যারিয়ারে সাতটি প্রথম শ্রেণির ম্যাচে ৩০৫ রান এবং ২৭ লিস্ট এ ম্যাচে ৬৩৩ রান করেন।

গত বছর ৩০ মার্চ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামালের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলা ম্যাচটিই তার ক্রিকেট জীবনের শেষ হয়ে থাকলো। ওই ম্যাচে তিনি করেন ১৪ রান।