কোহলিকে ১১ বার আউট করে রশিদের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৪
শেয়ার :
কোহলিকে ১১ বার আউট করে রশিদের রেকর্ড

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় ওয়ানডেতে বিরাট কোহলিকে আউট করেছেন আদিল রশিদ। এই নিয়ে ভারতের এই তারকা ক্রিকেটারকে ১১ বারের মতো আউট করলেন ইংলিশ লেগ স্পিনার। যা তাকে বসিয়েছে নিউজিল্যান্ডের টিম সাউদি ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউডের পাশে। 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করে আরও বড় রানের দিকে আগাচ্ছিলেন কোহলি। তবে ব্যক্তিগত ৫২ রানের মাথায় রশিদের বলে কাটা পড়েন তিনি। ইংলিশ লেগ স্পিনারের ফ্লাইট ডেলিভারি কিছুটা টার্ন করে। ব্যাটের বাইরের কানা স্পর্শ করে সেটি চলে যায় উইকেটকিপার ফিল সল্টের গ্লাভসে। এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও কোহলিকে আউট করেন রশিদ। 

তিন সংস্করণেই কোহলির বিপক্ষে সাফল্য পেয়েছেন রশিদ। এর মধ্যে ওয়ানডেতে পাঁচবার, টেস্টে চারবার ও টি-টোয়েন্টিতে দুইবার কোহলির উইকেট গেছে রশিদের ঝুলিতে। এর মাধ্যমে কোহলির বিপক্ষে সবচেয়ে সফল স্পিনারের তকমাও পেলেন তিনি। 

কোহলিকে সবচেয়ে বেশি আউট করেছেন যারা

টিম সাউদি (নিউজিল্যান্ড); ৩৭ ম্যাচে ১১ বার

জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া); ২৯ ম্যাচে ১১ বার

আদিল রশিদ (ইংল্যান্ড); ৩৪ ম্যাচে ১১ বার

মঈন আলী (ইংল্যান্ড); ৪১ ম্যাচে ১০ বার

জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড); ৩৭ ম্যাচে ১০ বার