সবুজ আর্মব্যান্ড পরে কেন মাঠে নেমেছেন রোহিত-বাটলাররা
আহমেদাবাদে স্বাগতিক ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলছে তৃতীয় ওয়ানডে। ম্যাচের আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার যখন টস করতে যান, তখন তাদের হাতে দেখা যায় সবুজ আর্মব্যান্ড। ক্রিকেটে কালো আর্মব্যান্ড পরা পরিচিত দৃশ্য হলেও সবুজ আর্মব্যান্ড সচারচর দেখা যায় না। সাধারণত ক্রিকেট খেলায় অবদান রাখা কোনো ব্যক্তির মৃত্যুর পর শ্রদ্ধাঞ্জলি হিসেবে ব্যবহৃত হয় কালো আর্মব্যান্ড।
মূলত, ইতিবাচক একটি বিষয়ের প্রচারণা করতেই সবুজ আর্মব্যান্ড পরে আহমেদাবাদে খেলতে নেমেছেন ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। মানুষকে অঙ্গদানে উৎসাহ দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
তৃতীয় ওয়ানডে খেলার পাশাপাশি আহমেদাবাদ শহরে একটি অঙ্গদান কর্মসূচি পালন করছে ভারত ক্রিকেট দল। তাদের তথ্যমতে, একজন দাতা যদি তার অঙ্গ দান করেন, তাহলে তিনি আটটি পর্যন্ত জীবন বাঁচাতে পারবেন। এরই মধ্যে ‘গেট আ লাইফ’ নামক এই কর্মসূচির মাধ্যমে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর অঙ্গদানের প্রতিশ্রুতি দিয়েছেন। বিসিসিআইয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন বিরাট কোহলি, শুভমান গিল ও মোহাম্মদ শামিসহ অন্যান্য খেলোয়াড়রা।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘উভয় দলই বিসিসিআইয়ের ‘অঙ্গদান করুন, জীবন বাঁচান’ উদ্যোগকে সমর্থন প্রকাশ করার জন্য সবুজ বাহুবন্ধনী পরেছে। আইসিসি চেয়ারম্যান মি. জয় শাহের নেতৃত্বে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
টসের সময় রোহিত ও বাটলারদের সঙ্গে ছিলেন দুজন অঙ্গ গ্রহীতা। এর মধ্যে ফুসফুস নিয়েছেন গুঞ্জন উমাং দানি এবং কিডনি নিয়েছেন দীপ্তি বিমল শাহ। দুজনেই রোহিত এবং বাটলারের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন।