দেম্বেলের জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯
শেয়ার :
দেম্বেলের জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয়

উসমান দেম্বেলের জোড়া গোলের ম্যাচে ব্রেস্তকে উড়িয়ে দিয়েছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে ৩-০ গোলে জয় পায় লুইস এনরিকের শিষ্যরা। এ জয়ে আসরের শেষ ষোলোয় ওঠার পথে এগিয়ে গেল ফরাসি চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ভিতিনিয়ার গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর গোল দুটি করেন দেম্বেলে।

ম্যাচের ২১তম মিনিটে ভিতিনিয়ার সফল স্পট কিকে এগিয়ে যায় পিএসজি। ব্রেস্তের ডি-বক্সে তাদের মিডফিল্ডার লেস-মেলুর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

বিরতির একটু আগে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। আশরাফ হাকিমির পাস ধরে দ্রুত আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে সামনের একজনকে কোনো সুযোগ না দিয়ে, নিচু শটে কাছের পোস্ট দিয়ে জালে বল পাঠান দেম্বেলে।

দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটে আবার জ্বলে ওঠেন দেম্বেলে এবং স্কোরলাইন ৩-০ করে জয়ের পথে এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সে তার নেওয়া শট প্রতিপক্ষের একজনের পায়ে লাগলেও, ঠিকই বল ঠিকানা খুঁজে নেয়।

আগামী বুধবার পিএসজির মাঠে ফিরতি লেগে খেলবে ব্রেস্ত।