পরিবর্তন আসছে গুজরাট টাইটান্সের মালিকানায়

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫
শেয়ার :
পরিবর্তন আসছে গুজরাট টাইটান্সের মালিকানায়

গুজরাট টাইটান্স ২০২২ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে চমকে দিয়েছিল। তবে এবার ভিন্ন কারণে আলোচনায় ফ্র্যাঞ্চাইজিটি। তারা মালিকানার অংশিদারিত্ব বিক্রি করতে যাচ্ছে।

জানা যায়, ভারতের বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান টরেন্ট গ্রুপ গুজরাট টাইটান্সের সিংহভাগ মালিকানা কিনে নিচ্ছে। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, এই বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানটি গুজরাট টাইটান্সের বর্তমান মালিকানা প্রতিষ্ঠান সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের (আরেলিয়া কোম্পানি পিটিই লিমিটেড) থেকে ৬৭ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে।

তবে বিক্রয়যোগ্য শেয়ারের মূল্য সম্পর্কে কিছু জানা যায়নি। আইপিএল লিগের গভর্নিং কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের আগে প্রয়োজনীয় নথিপত্র প্রক্রিয়াকরণ করছে। চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে, গুজরাটের নতুন মালিকরা সম্ভবত ২০২৫ মৌসুম থেকে যুক্ত হতে পারেন, যা ২১ মার্চ শুরু হবে।

সিভিসি ২০২১ সালে গুজরাট টাইটান্স নামের ফ্র্যাঞ্চাইজিটি কিনতে ৫৬২৫ কোটি রুপি (৭৫০ মিলিয়ন মার্কিন ডলার) অর্থ ব্যয় করে। আইপিএলে অংশ নেয়া প্রথম আসরেই (২০২২) ফ্র্যাঞ্চাইজিটি চ্যাম্পিয়ন হয় এবং পরের আসরেও ফাইনাল খেলে।

এদিকে ২০২৪ সালে সবশেষ আসরে অবশ্য গুজরাট অষ্টম স্থানে থেকে শেষ করে। গুজরাটের হোম ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা ১ লাখেরও বেশি।