চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ড শিবিরে খারাপ খবর
চ্যাম্পিয়নস ট্রফির আর দশ দিনও বাকি নেই। এই সময়েই খারাপ খবর এল ইংল্যান্ড শিবির থেকে। ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে ছিটকে যাচ্ছেন ইংলিশ তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেল।
পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতি হিসেবে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ পারফর্ম করলেও দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারেননি বেথেল। এবার আরও খারাপ খবর দিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
গতকাল রবিবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে হারের পর বাটলার নিশ্চিত করেছেন, ‘আমি মোটামুটি নিশ্চিত; সত্যি বলতে সে (বেথেল) চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে।...এটা আসলেই তার জন্য হতাশার। অবশ্যই সে অন্যদিন (প্রথম ওয়ানডেতে) দারুণ খেলেছিল এবং দারুণ সম্ভাবনাময় একজন খেলোয়াড় সে। তাই, এটা খুব দুঃখজনক যে ইনজুরির কারণে সে ছিটকে গেছে।’
জ্যাকব বেথেল। ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২১ বছর বয়সী বেথেল হাফ সেঞ্চুরি করেছেন। এছাড়া বল হাতেও নিয়েছেন এক উইকেট। বয়স কম হলেও ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই অভিষেক হয়েছে বেথেলের। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে না পাওয়া হবে বড় ধাক্কা।
আগামী বুধবারের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। এরই মধ্যে বেথেলের পরিবর্তে ডাকা হয়েছে ব্যাটার টম ব্যান্টনকে। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। আর ইংল্যান্ডের অভিযান শুরু হবে ২২ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়ার বিপক্ষে।