বড় অঘটনের শিকার লিভারপুল
ইয়ুর্গেন ক্লপ চলে যাওয়ার ধাক্কা চলতি মৌসুমে একটু লাগেনি লিভারপুলের। আর্না স্লটের কোচিংয়ে রীতিমতো উড়ছে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি। অথচ, মৌসুমের দ্বিতীয়ভাগে এসে বড় একটি ধাক্কা খেল অলরেডরা। এফএ কাপে দ্বিতীয় স্তরের ক্লাব প্লাইমাউথের বিপক্ষে হেরে ছিটকে গেল লিভারপুল।
এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিল লিভারপুল। গত বৃহস্পতিবার টটেনহ্যামের বিপক্ষে ৪-০ গোলে জেতা দলটি প্লাইমাউথের বিপক্ষে হারে ১-০ গোলে।
কাঙ্ক্ষিত গোল না পেলেও প্লাইমাউথের বিপক্ষে একচেটিয়াভাবে আধিপত্য দেখায় লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি গোল খায় দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে। লিভারপুলের ডি-বক্সে তাদের তরুণ মিডফিল্ডার হার্ভি এলিয়টের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পট কিক থেকে ব্যবধান বাড়াতে কোনো ভুল করেননি স্কটল্যান্ডের ফরোয়ার্ড রায়ান হার্ডি। শেষ পর্যন্ত সেই গোল আর শোধ করতে পারেনি আর্না স্লটের দল। মৌসুমের এখনো পর্যন্ত সবচেয়ে বড় অঘটনের স্বীকার হয়ে মাঠ ছাড়ে অলরেডরা।