নোর্কিয়ার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করল দ. আফ্রিকা
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার প্রাথমিক স্কোয়াডে পেসার আনরিখ নোর্কিয়াকে রাখা হলেও ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় এবার পেস বোলিং অলরাউন্ডার করবিন বশকে যুক্ত করার ঘোষণা দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
পিঠের চোট সেরে না ওঠায় নোর্কিয়া দলের বাইরে যেতে বাধ্য হন। তার জায়গায় ভাবা হয়েছিল আরেক পেসার জেরাল্ড কোয়েটজিকে। এমনকি পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও রাখা হয়েছিল তাকে। তবে অনুশীলনের সময় কুঁচকিতে টান অনুভব করায় তাকে নেওয়ার চিন্তাও বাদ দেয় সিএসএ।
এবার নোর্কিয়ার বদলি হিসেবে বশেই আস্থা রাখল দক্ষিণ আফ্রিকা। গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে অভিষেক হয় ৩০ বছর বয়সী বশের। টেস্টে শুরুটা দারুণ করেছিলেন তিনি। ৮১ করার পাশাপাশি ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। ওয়ানডে অভিষেকে ১ উইকেট নেওয়ার পাশাপাশি অপরাজিত ৪০ রান আসে বশের ব্যাট থেকে।
বশের পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফির জন্য তরুণ পেসার কিয়েনা মাফাকাকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে পাকিস্তানে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএসএ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য দলে যোগ দিতে বশ, মাফাকা এবং টপ অর্ডার ব্যাটার টনি ডি জোরজির আজ পাকিস্তানে যাওয়ার কথা আছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বশ, টনি ডি জোরজি, মার্কো জেনসেন, হেনরিখ ক্লাসেন, কেশাভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুলডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস এবং রাসি ভ্যান ডার ডুসেন। ভ্রমণকারী রিজার্ভ: কোয়েনা মাফাকা।