দ্বিতীয় বয়স্কতম ভারতীয় হিসেবে ওয়ানডেতে বরুণের অভিষেক

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৬
শেয়ার :
দ্বিতীয় বয়স্কতম ভারতীয় হিসেবে ওয়ানডেতে বরুণের অভিষেক

৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে অনায়াস জয় পেয়েছে ভারত। তারপরও দ্বিতীয় ওয়ানডেতে দুইটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। কোটাকে বিরাট কোহলিকে জায়গা দিতে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে যশস্বী জয়সোয়ালকে। আর কুলদীপ যাদবকে বিশ্রাম দিয়ে অভিষেক করানো হয়েছে টি-টোয়েন্টিতে ফর্মে থাকা বরুণ চক্রবর্তীকে। 

লেগ স্পিনার বরুণের হাতে ভারতের টুপি ধরিয়ে দেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ৩৩ বছর ১৬৪ দিন বয়সে ভারতের হয়ে অভিষেক হলো এই রহস্য স্পিনারের। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ক্রিকেটার হিসেবে অভিষেক হলো তার। দেশটির হয়ে সর্বোচ্চ ৩৬ বছর ১৩৮ দিন বয়সে অভিষেক হয়েছিল ফারুক ইঞ্জিনিয়ারের। ১৯৭৪ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিলেন ফারুক। 

বরুণ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বল করেছেন। ১৪ উইকেট নিয়ে হয়েছেন সিরিজের সেরা ক্রিকেটার। গত মাসে হওয়া বিজয় হাজারে ট্রফিতেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তামিলনাড়ুর এই স্পিনার। 

মূলত, চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখেই ভারতের ওয়ানডে দলে রাখা হয়েছে বরুণকে। এই সিরিজের আগে সংবাদ সম্মেলনেও এর ইঙ্গিত দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়নস ট্রফির দল চূড়ান্ত করার আগে ভারতের হাতে আর মাত্র তিন দিন বাকি আছে।