মাদ্রিদ ডার্বিতে জিতল না কেউ, খুশি বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৯
শেয়ার :
মাদ্রিদ ডার্বিতে জিতল না কেউ, খুশি বার্সেলোনা

স্পেনের রাজধানী মাদ্রিদের দুই ক্লাব রিয়াল ও আতলেতিকো এবার লা লিগা শিরোপা জয়ের ক্ষেত্রে এগিয়ে আছে। টেবিলের এক ও দুই নম্বর দল তারা। গতকাল মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেকোনো একটি দল জিতলেই সুযোগ ছিল অন্যদের থেকে নিজেকে পরিস্কারভাবে এগিয়ে নেওয়ার। তবে জিতল না কোনো দলই। 

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদ ডার্বি ড্র হয়েছে ১-১ গোলে। ৩৫ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে আতলেতিকো এগিয়ে যাওয়ার পর ৫০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে ম্যাচে সমতা আনে রিয়াল।

এর ফলে, লা লিগার পয়েন্ট টেবিলে রিয়ালের পয়েন্ট হলো ২৩ ম্যাচে ৫০। সমান ম্যাচে এক পয়েন্ট পিছিয়ে থাকা আতলেতিকোর পয়েন্ট ৪৯। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৪৫। রিয়াল-আতলেতিকোর যেকোনো একটি দল জিতলে শিরোপার দৌঁড়ে পিছিয়ে পড়ত বার্সেলোনা।