তৃতীয় স্তরের দলের বিপক্ষেও সিটির কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫২
শেয়ার :
তৃতীয় স্তরের দলের বিপক্ষেও সিটির কষ্টার্জিত জয়

শুরুটা ভালো করলেও মৌসুমের মাঝের দিকে খেই হারিয়ে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। লিগ শিরোপার পথে অনেকটাই ছিটকে গেছে তারা। দিশেহারা সিটি সহজে জয় পাচ্ছে না ছোট দলগুলোর বিপক্ষেও। 

এই যেমন লেইটন অরিয়েন্ট নামে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের এক দলের বিপক্ষে প্রায় হারতে হারতে জিততে হয়েছে সিটিকে। আজ শনিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রথম ৫৫ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে ছিল পেপ গার্দিওলার শিষ্যরা। যদিও শেষ পর্যন্ত আবদুকোদির খুসানভ ও কেভিন ডি ব্রুইনার গোলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে সিটি।

লেইটনের মাঠে ১৬তম মিনিটেই অবিশ্বাস্য এক গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। ৪৫ গজ দূর থেকে শট নিয়েছিলেন লেইটনের জেমি ডনলি। সামনে এগিয়ে আসায় সেই বলের নাগাল আর পাননি সিটি গোলরক্ষক ওর্তেগা। তবে বল তখন জালে জড়ায়নি। উপরের পোস্টে লেগে বল সামনের দিকে চলে আসার সময় গায়ে লাগে ওর্তেগার। আত্মঘাতী গোলের সিদ্ধান্ত দেন রেফারি। 

পিছিয়ে থেকেই বিরতিতে যায় সিটি। প্রথমার্ধে ৭৬ শতাংশ বল নিজেদের পক্ষে রেখেও কোনো লাভ হয় না। ৫৬তম মিনিটে সিটিকে সমতায় ফেরান খুসানভ। সিটির হয়ে ৭৯তম মিনিটে জয়সূচত গোলটি দেন কেভিন ডি ব্রুইনা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এই স্কোরলাইন নিয়েই মাঠ ছাড়ে দুই দল।