‘চতুর্থবার ধরেই ফেললাম’, হৃদয় ও বরিশালের অন্যদের উদযাপন যেভাবে

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩১
শেয়ার :
‘চতুর্থবার ধরেই ফেললাম’, হৃদয় ও বরিশালের অন্যদের উদযাপন যেভাবে

টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জয়ের কৃতিত্ব দেখাল ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে শিরোপাজয়ী এবারের দলটি অনেকটা গতবারের মতোই। তবুও এ বছর দলে ভিড়েছেন নতুন বেশ কিছু ক্রিকেটার। তাই বরিশাল টানা দুবার জিতলেও, শিরোপার স্বাদ অনেকে পেয়েছেন এবারই। 

তাওহিদ হৃদয়ের কথাই ধরা যাক। চ্যাম্পিয়ন বরিশালের হয়ে এবার ওপেনিং করেছেন হৃদয়। এবারই প্রথমবারের মতো শিরোপা জিতলেন তিনি। অথচ, আগের তিন আসরেই একেবারে কাছে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে তাকে। 

‘অপয়া’ তকমা পেতে কার ভালো লাগে! ক্যারিয়ারের বয়স খুব বেশি না হলেও এমন একটি পরিচয় জুড়ে বসেছিল তাওহিদ হৃদয়ের নামের সঙ্গে। অবশেষে সেই জাল থেকে মুক্তি মিলেছে। তরুণ এই ব্যাটসম্যানও তাই উচ্ছ্বসিত। গত দুই আসরে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফাইনাল খেলেন হৃদয়। তার আগের আসরেও এই বরিশালের হয়েই ফাইনালে উঠেছিলেন তিনি। এবার প্রথম পেলেন শিরোপার স্বাদ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ের উদযাপনেও উঠে এল সেই কথা। বরিশালের এই ব্যাটার বলেন, ‘টানা ৩ বার ফাইনাল খেলেও এই সোনালি হরিণ অধরা ছিল, চতুর্থবার ধরেই ফেললাম…! চ্যাম্পিয়ন ভক্তদেরকে অভিনন্দন চ্যাম্পিয়ন পুরো দলের পক্ষ থেকে। মনুরা, কাপ কিন্তু আমাগো…।’

টুর্নামেন্টে মাত্র ৫টি ম্যাচ খেলেছেন নাজমুল হোসেন শান্ত। বরিশালের জয়ের পর সামাজিক মাধ্যম ছবি পোস্ট করে তিনি জানালেন, ‘দারুণ এই ইউনিটের অংশ হতে পারা সন্তুষ্টির। অভিনন্দন ফরচুন বরিশাল।’

পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে বরিশালের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম লেখেন, ‘আলহামদুলিল্লাহ, দ্বিতীয় বিপিএল ট্রফি।’ শিরোপা জয়কে মাত্র একটি শব্দে প্রকাশ করেন বরিশালের আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তামিমের সঙ্গে ছবি শেয়ার করে নবী ক্যাপশনে লেখেন, ‘চ্যাম্পিয়ন’। 

ফাইনাল ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ২ ছক্কা হাঁকিয়ে বরিশালকে জেতানোর নায়ক লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথমবারের মতো বিপিএল ট্রফি ছোঁয়া রিশাদ ফেসবুকে ট্রফি শেয়ার করে লেখেন , ‘আলহামদুলিল্লাহ’। 

বিপিএলের ফাইনাল খেলার জন্য বরিশাল উড়িয়ে এনেছিল কিউই অলরাউন্ডার জিমি নিশামকে। তবে টিম কম্বিনেশনের কারণে শেষ পর্যন্ত তাকে খেলায়নি তামিম ইকবালের দল। সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূক করায় পরিচিত নিশাম বরিশালের ট্রফি জয় নিয়ে লেখেন, ‘একদিন কাজ করে খারাপ (অর্জন) নয়!’ ইনস্টাগ্রামে অনেকগুলো ছবি পোস্ট করেছেন বরিশালের ইংলিশ ক্রিকেটার জেমস ফুলার।