দ্বিতীয়বার বাবা হলেন প্যাট কামিন্স
আবারও বাবা হলেন প্যাট কামিন্স। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়কের স্ত্রী বেকি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এমনটি নিশ্চিত করেছেন। তাদের মেয়ের নাম রেখেছেন এডিথ। বেকি সন্তানের ছবিও পোস্ট করেছেন।
বেকি কন্যাসন্তানের ছবি পোস্ট করে লেখেন, ‘সে এসে গেছে। আমাদের সুন্দরী মেয়ে এডি, এডিথ মারিয়া বস্টন কামিন্স। শব্দ দিয়ে এই আনন্দের ভাষা প্রকাশ করা সম্ভব নয়।’
এর আগে ২০২১ সালে প্রথমবার বাবা হয়েছিলেন কামিন্স। সেই সময় পুত্রসন্তান এলবির জন্ম দিয়েছিলেন বেকি।
স্ত্রীর পাশে থাকার জন্য ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলেন কামিন্স। গত অক্টোবরে তিনি বলেছিলেন, ‘পুত্রসন্তানের জন্মের সময় আমি অনেক দিন ছিলাম না। এবারে আমি বেকির পাশে থাকতে চাই।’
কামিন্স পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন না। তার চোট রয়েছে বলে জানা গেছে। যে কারণে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নাম সরিয়ে নিয়েছেন। প্রথমে যদিও জানা গিয়েছিল অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকার ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলেন তিনি। পরে যদিও জানা যায় তার চোট রয়েছে।