মাশরাফি-ইমরুলের পর যে আসনে তামিম

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৬
শেয়ার :
মাশরাফি-ইমরুলের পর যে আসনে তামিম

টানা দ্বিতীয়বার তামিম ইকবালের অধিনায়কত্বে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। দারুণ এই অর্জনে বিপিএলের একটি রেকর্ডে মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েসকে ছুঁয়ে ফেলেছেন তামিম। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে অধিনায়ক হিসেবে টানা দুবার শিরোপা জয়ের কীর্তি এখন এই তিনজনের। মাশরাফি অবশ্য বাকি দুজনের চেয়ে একটু এগিয়ে বিপিএলের প্রথম তিন আসরের শিরোপার স্বাদ পেয়েছেন তিনি। 

প্রথম দুই বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে শিরোপা জিতেছেন মাশরাফি। পরের শিরোপাটি জেতেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে আরও একবার বিপিএল শিরোপা জয়ের কৃতিত্ব দেখান মাশরাফি। আর ২০২২ ও ২০২৩ সালে কুমিল্লাকে টানা চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক ইমরুল।

তামিম বিপিএলে বরিশালের হয়েই শুধু চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন এমন নয়। ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েও শিরোপার স্বাদ পেয়েছিলেন তিনি। এই তিনজনের বাইরে আরও ২ জন বিপিএলের শিরোপা উঁচিয়ে ধরেছেন। ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটসকে চ্যাম্পিয়ন করেন সাকিব আল হাসান। আর ২০২০ সালে রাজশাহী রয়্যালসকে চ্যাম্পিয়ন করেছিলেন আন্দ্রে রাসেল।