টেস্ট সেঞ্চুরিতে সেরা পাঁচে স্মিথ, নাজেহাল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬
শেয়ার :
টেস্ট সেঞ্চুরিতে সেরা পাঁচে স্মিথ, নাজেহাল শ্রীলংকা

প্যাট কামিন্সের ইনজুরিতে শ্রীলংকা সফরে অস্ট্রেলিয়ার নেতৃত্ব আসে স্টিভেন স্মিথের কাঁধে। সিরিজের প্রথম টেস্টে দাপুটে জয়ের পথে সেঞ্চুরি করে দলের জয়ে দারুণ অবদান রেখেছিলেন অজি অধিনায়ক। দ্বিতীয় ও শেষ টেস্টেও ব্যাট হাতে অপ্রতিরোধ্য তিনি। আজ শুক্রবার টেস্টের প্রথম ইনিংসে আবারও সেঞ্চুরি আদায় করলেন তিনি। 

গলেতে প্রথম টেস্টে ৩৫তম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্মিথ। আজ অপরাজিত ১২০ রান করে সেই সংখ্যা ৩৬-এ নিয়ে গেলেন এই ডানহাতি ব্যাটার। এর মাধ্যমে টেস্টে সেঞ্চুরি সংখ্যায় জো রুট ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে উঠে আসলেন তিনি। এই তিনজনের চেয়ে টেস্টে বেশি সেঞ্চুরি আছে ভারতের শচীন টেন্ডুলকার (৫১), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৪৫), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৪১) ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার (৩৮)।

আজ টেস্টের দ্বিতীয় দিনে স্মিথের পাশাপাশি সেঞ্চুরি করেছেন অ্যালেক্স ক্যারিও। ৯১ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া আর কোনো উইকেট না হারিয়েই দিনশেষে করেছে ৩৩০ রান। উইকেটকিপার–ব্যাটার ক্যারি অপরাজিত আছেন ১৩৯ রানে। প্রথম ইনিংসে শ্রীলংকা ২৫৭ রানে অলআউট হওয়ায় অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে এরই মধ্যে লিড পেয়েছে ৭৩ রানের। 

আগের দিনের করা ৯ উইকেটে ২২৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল স্বাগতিক শ্রীলংকা। কুশল মেন্ডিসের অপরাজিত ৮৫ রানের ওপর ভর করে লংকানরা থামে ২৫৭ রানে। ৩টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, নাথান লায়ন ও কুনেমান। 

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩২ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২১ রান করে আউট হন ট্র্যাভিস হেড। তিনে নামা মারনাস লাবুশেন টিকতে পারেননি বেশি সময়। এরপর স্মিথকে নিয়ে ৫৪ রান যোগ করেন প্রথম ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান উসমান খাজা। এরপর দলীয় ৯১ রানে আউট হন ৩৬ রান করা খাজা। স্মিথ ও ক্যারি দুর্দান্ত জুটিটি গড়েন এর পরই।