মেক্সিকান ক্লাবে রামোস, চমকে দেওয়ার মতো জার্সি নম্বর
শৈশবের ক্লাব সেভিয়ার হয়ে ২০২৩-২৪ মৌসুম শেষ করার পর থেকেই একপ্রকার বেকার ছিলেন স্প্যানিশ ফুটবলার সের্হিও রামোস। দীর্ঘ ৭ মাস পর অবশেষে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করলেন তিনি। ১ বছরের চুক্তিতে মেক্সিকান ক্লাব মন্তেরিতে যোগ দিয়েছেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার।
রামোসের মেক্সিকান ক্লাবে যোগদানের খবরের চেয়েও চমকপ্রদ ব্যাপার হচ্ছে সেখানে তার জার্সি নম্বর। ৯৩ নম্বর জার্সি পরে খেলবেন রিয়াল মাদ্রিদের সাবেক এই অধিনায়ক। রিয়ালের ১০ নম্বর চ্যাম্পিয়নস ট্রফি বা ‘লা দেসিমা’ জয়ের পথে দারুণ অবদান রামোসের।
২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা পড়ে একই দেশের ক্লাব আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। ম্যাচের প্রধমার্ধেই গোল দিয়ে আতলেতিকোকে এগিয়ে নেন দিয়েগো গোদিন। নির্ধারিত ৯০ মিনিট শেষে তখন চলছে অতিরিক্ত সময়। এরপরই ত্রাণকর্তা হয়ে আসেন রামোস। ৯২ মিনিট ৪৮ সেকেন্ডের সময় করেন দুর্দান্ত এক হেড। সেই গোলে সমতা ফেরানোর পর আরও এক গোল দিয়ে বহুল আকাঙ্ক্ষিত ‘লা দেসিমা’ জেতে রিয়াল। সেই স্মৃতির জন্যই ৯৩ নম্বর জার্সি পরবেন রামোস।
স্পেনের হয়ে ২০১০ সালে ফিফা বিশ্বকাপ জেতেন রামোস। স্পেনের স্বর্ণযুগ দেখা এই তারকা দেশের হয়ে জেতেন ২০০৮ সালের ও ২০১২ সালের ইউরো শিরোপাও।
সেভিয়ার হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করা রামোস রিয়াল মাদ্রিদে যোগ দেন ২০০৫ সালে। লস ব্লাঙ্কোসদের হয়ে ৫টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস ট্রফিসহ ২২টি শিরোপা জেতেন তিনি। সান্তিয়াগো বার্নাব্যুতে ১৬ বছর কাটিয়ে রামোস যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। দুই বছর সেখানে থেকে ২০২৩ সালে ফিরে আসেন সেভিয়ায়।