আতিফের কণ্ঠে চ্যাম্পিয়নস ট্রফির অফিসিয়াল সঙ্গীত প্রকাশ

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩
শেয়ার :
আতিফের কণ্ঠে চ্যাম্পিয়নস ট্রফির অফিসিয়াল সঙ্গীত প্রকাশ

পাকিস্তানের আয়োজনে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে অফিসিয়াল সঙ্গীত প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ শুক্রবার প্রখ্যাত পাকিস্তানি সঙ্গীতশিল্পী আতিফ আসলামের কণ্ঠে গাওয়া এই গানটি প্রকাশ করে সংস্থাটি। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয়ও করতে দেখা গেছে আতিফকে। গানটির টাইটেল ‘জিতো বাজি খেল কে’। 

গানটির প্রোডাকশনের দায়িত্ব ছিল আবদুল্লাহ সিদ্দিকীর। লিখেছেন আদনান ধুল এবং আসফান্দিয়ার আসাদ। গানটিতে পাকিস্তানের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হয়েছে। দেশটির প্রাণবন্ত প্রাণবন্ত রাস্তাঘাট, বাজার এবং স্টেডিয়ামগুলো দেখানো হয়েছে এই ভিডিওতে। 

চ্যাম্পিয়নস ট্রফির এই অফিসিয়াল সঙ্গীতের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আতিফ আসলাম। তিনি বলেন, ‘আমি ক্রিকেটের খুব ভক্ত এবং সবসময় একজন ফাস্ট বোলার হতে চেয়েছিলাম। খেলার প্রতি গভীর আবেগ থাকার কারণে, আমি দর্শকদের উত্তেজনা, তাদের উল্লাস এবং প্রতিটি ম্যাচের আবেগের পারদ কত উঁচুতে থাকে, সেটা বুঝতে পারি।’

পাকিস্তানের পাশাপাশি ভারত কাঁপানো সঙ্গীতশিল্পী আতিফ বলেন, ‘আমি সবসময় ভারত-পাকিস্তান ম্যাচগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি, এটা উত্তেজনা এবং আবেগগত দিক দিয়ে অনেক উঁচুতে। আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর অফিসিয়াল গানের অংশ হওয়া আমার জন্য একটি বিশেষ মুহূর্ত।’

গানটি দেখুন এখানে

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের তিনটি ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি এবং দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ, আর গ্রুপ বি-তে রয়েছে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

১৯ ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচে আয়োজক পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। পাকিস্তানে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুবাইতে ভারতের গ্রুপপর্বের তিনটি ম্যাচ ও প্রথম সেমিফাইনালসহ চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ভারত যদি ফাইনালে ওঠে তাহলে সেটি দুবাইতে অনুষ্ঠিত হবে। বাড়তি সতর্কতা হিসেবে ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে-ও রাখা হয়েছে।