পাকিস্তান ফুটবল নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২০
শেয়ার :
পাকিস্তান ফুটবল নিষিদ্ধ

আবারও নিষেধাজ্ঞার কবলে পড়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফিফা। ফলে গত ৮ বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞায় পড়ল পিএফএফ।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পিএফএফের গঠনতন্ত্রে সংশোধন আনার জন্য সুপারিশ করেছিল। তবে পাকিস্তান ফুটবল ফিফার প্রস্তাবিত সংশোধিত গঠনতন্ত্র প্রত্যাখ্যান করেছে। ফলে ফের ফিফার নিষেধাজ্ঞায় পড়ল তারা।

যদিও ফিফা ও এএফসির প্রস্তাবিত সংশোধিত সংবিধানের অনুমোদন দিলে পিএফএফের এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এ নিয়ে ফিফার বিবৃতিতে বলা হয়েছে, 'পিএফএফ কংগ্রেস যদি ফিফা ও এএফসির প্রস্তাবিত সংশোধিত সংবিধানকে অনুমোদন দেয়, তাহলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।'