তোরেসের হ্যাটট্রিকে বড় জয়ে সেমিতে বার্সা
মাত্র ১২ দিনের ব্যবধানে ভালেন্সিয়াকে আবারও গোলবন্যায় ভাসাল বার্সেলোনা। ফেরান তোরেসের হ্যাটট্রিকে ৫-০ গোলের বিশাল জয়ে কোপা দেল রের সেমিফাইনালে উঠল হান্সি ফ্লিকের শিষ্যরা।
বৃহস্পতিবার রাতে ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে তোরেসের হ্যাটট্রিক ছাড়াও একবার করে জালের দেখা পান ফের্মিন লোপেস ও লামিনে ইয়ামাল।
এদিন তৃতীয় মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। বাঁ দিক থেকে আলেহান্দ্রো বাল্দে চমৎকার পাস দেন বক্সে, ছুটে গিয়ে প্রথম স্পর্শে নিচু শটে বল জালে পাঠান তরেস।
এরপর সপ্তদশ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান তরেস। বক্সে রাফিনিয়ার পাসে কাছ থেকে ইয়ামালের শট গোলরক্ষকের পা ছুঁয়ে পোস্টে লেগে ফেরার পর জোরাল শটে জালে পাঠান তিনি। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরের সাহায্যে গোল দেন।
আর ২৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ফের্মিন। বক্সে দারুণ পাস দেন পেদ্রি। ছুটে গিয়ে এগিয়ে আসা গোলরক্ষকের সামনে থেকে পায়ের টোকায় বল অন্য পাশে নিয়ে জালে পাঠান ২১ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার।
খেলার ৩০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তরেস। পেদ্রির ক্রসে রাফিনিয়া প্রথম স্পর্শে পাস দেন বক্সের বাইরে। বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন তরেস।
বিরতির পর ৫৯তম মিনিটে জালের দেখা পান ইয়ামাল। রাফিনিয়ার দারুণ নৈপুণ্যে বল পেয়ে তার শট প্রতিপক্ষের পা ছুঁয়ে জালে জড়ায়।