২৬শ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস স্মারকলিপি
জুলাই-আগস্টের গণহত্যা এবং শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সাজা নিশ্চিতের দাবিতে দেশের ২ হাজার ৬শ শিক্ষা প্রতিষ্ঠানে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী গণহত্যাকারীদের বিচার চেয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে স্মারকলিপি দেন স্ব স্ব ইউনিটের নেতাকর্মীরা। গত বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে সরকারি তিতুমীর কলেজের প্রিন্সিপালের কাছে স্মারকলিপি
দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রায় একই সময়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে ঢাকা কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতাকর্মীরা।
পরে উপস্থিত সাংবাদিকদের নাছির বলেন, দেশের প্রায় ২৬শ শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এ কর্মসূচি চলছে। এ সময় সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বলেন, যে খুনি শেখ হাসিনা গত সাড়ে পনেরো বছর বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই খুনি বিদেশে বসে বাংলাদেশের মানুষকে দোষারোপ করছে। জুলাই-আগস্টের ঘটনায় কোনো রকম অনুশোচনা না করে বুধবার সামাজিক মাধ্যমকে ব্যবহার করে বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশের মানুষকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো- এটা ছাত্রদলের কোনো কর্মসূচি নয় বলে জানান নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার একটি অংশ ক্ষোভ থেকে সেখানে হামলায় অংশ নিতে পারে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের এখনও গ্রেপ্তার না করাসহ তাদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেন নাছির।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে স্মারকলিপি দেয় শাখা ছাত্রদল। স্মারকলিপি শেষে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আমরা ইতোমধ্যে অনেকবার ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার চেয়েছি। প্রশাসনের নিষ্ক্রিয়তা আমাদের আন্দোলন করতে বাধ্য করেছে।
এ ছাড়াও জগন্নাথ বিশ^বিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি দেয় ছাত্রদল।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল
স্মারকলিপি দেওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাস হয়েছে। তবুও আত্মগোপনে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রতিনিয়ত নানান উপায়ে ছাত্রদলসহ বিরোধী রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, আন্দোলনকারী শিক্ষার্থী ও তাদের পরিবার-পরিজনকে হয়রানি ও হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করে তাদের সাজা নিশ্চিত করতে হবে। এ ছাড়াও ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আরও পড়ুন:
কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম