ফুটবলকে বিদায় জানালেন মার্সেলো

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৯
শেয়ার :
ফুটবলকে বিদায় জানালেন মার্সেলো

৩৬ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগামাধ্যমে পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দেন বাঁ পাশে খেলা এই ডিফেন্ডার।

ফুটবলে সফল ক্যারিয়ার গড়াদের মধ্যে একজন মার্সেলো। ১৯ বছরের ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং ছয়টি লা লিগা শিরোপা জিতেছেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে এক ভিডিও বার্তায় মার্সেলো বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমার গল্প এখানেই শেষ কিন্তু ফুটবলকে আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে।’

ইউরোপে সফল ক্যারিয়ারের ইতি টেনে শৈশবের ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দিয়েছিলেন মার্সেলো। সেখানেও দলকে ২০২৩ সালে কোপা লিবার্তাদোরেসকে জিততে সাহায্য করেছেন এই ডিফেন্ডার। ২০২৪ সালের নভেম্বরে গ্রেমিওর বিপক্ষে খেলার সময় কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ফ্লুমিনেন্স ছাড়েন মার্সেলো। 

২০০৭ সালের জানুয়ারিতে মাত্র ১৮ বছর বয়সে ফ্লুমিনেন্স থেকে মাদ্রিদে যোগ দেন মার্সেলো। দলের সাথে সাড়ে ১৫ মৌসুম কাটান তিনি। এই সময়ে রেকর্ড ২৫টি শিরোপা জেতেন তিনি। ক্লাবটির ১২০ বছরের ইতিহাসে একসময় সেটিই ছিল সর্বোচ্চ। যদিও পরবর্তীতে তাকে ছাড়িয়ে যান নাচো, লুকা মড্রিচ এবং দানি কারভাহাল।

ব্রাজিলের হয়ে ৫৮ ম্যাচ খেলেছেন মার্সেলো। এই সময়ে ৬টি গোল আদায় করেছেন এই ডিফেন্ডার। দেশের হয়ে ২০১৩ সালে ফিফা কনফেডারেশন কাপ জিতেছিলেন তিনি। এছাড়া অলিম্পিক গেমসে দেশের হয়ে ২০১২ সালে রৌপ্য ও ২০০৮ সালে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি।