অস্ট্রেলিয়ার স্কোয়াডে আনতে হচ্ছে ৪ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৯
শেয়ার :
অস্ট্রেলিয়ার স্কোয়াডে আনতে হচ্ছে ৪ পরিবর্তন

চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে আগেই প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৫ সদস্যের সেই দলে ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নদের আনতে হবে ৪টি পরিবর্তন। মিচেল মার্শের ছিটকে যাওয়ার খবর জানা গিয়েছে আগেই। আজ বুধবার আকস্মিক অবসরের ঘোষণা দেন অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন অধিনায়ক প্যাট কামিন্স আর পেস বোলার জশ হ্যাজলউডও। 

বর্তমানে শ্রীলংকার গলেতে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। এই টেস্টের পরই চূড়ান্ত দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া। 

পিঠের আঘাত থেকে সেরে না ওঠায় সবার আগে মার্শ চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যান। আর ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে পাওয়া গোড়ালির চোট থেকে সেরে উঠতে পারেননি কামিন্স। ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি হ্যাজলউডও। 

দীর্ঘ সময় পুনর্বাসনে থাকতে হবে কামিন্স ও হ্যাজলউডকে। চ্যাম্পিয়নস ট্রফির পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তারা খেলতে পারবেন কি না সেটি নিয়েও রয়েছে শঙ্কা। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তো আছেই। 

আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত প্যাট, জশ এবং মিচ ইনজুরির সঙ্গে লড়াই করছে। ...হতাশাজনক হলেও এটি আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অন্যান্য খেলোয়াড়দের সুযোগ করে দেবে।’

গলে টেস্ট শেষে শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ উপলক্ষে অতিরিক্ত কিছু খেলোয়াড় সেদেশ যাবেন। তরুণ লেগ স্পিন অলরাউন্ডার তানভীর সাংহা সপ্তাহখানেক ধরেই শ্রীলংকায় আছেন এবং টেস্ট দলে যোগ দিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে তারও পাকিস্তান যাওয়ার সম্ভাবনা আছে। 

কলম্বোতে ওয়ানডে সিরিজে জায়গা হতে পারে শ্রীলংকায় টেস্ট দলে থাকা শন অ্যাবট ও কুপার কনোলির। এছাড়াও, টপ অর্ডার ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, পেস-বোলিং অলরাউন্ডার বেন ডোয়ার্শুইস এবং বাঁ-হাতি পেসার স্পেন্সার জনসনও ১২ এবং ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে দলে যোগ দেবেন। চ্যাম্পিয়নস ট্রফির দলে চারজনের বিকল্প হতে পারেন তারা।

চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রাথমিক দল: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস ও অ্যাডাম জাম্পা।