আফগানিস্তান সেমিফাইনাল খেলতে পারবে, যদি...
চ্যাম্পিয়নস ট্রফির আর ১৫ দিনও বাকি নেই। হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলবে ৮টি দল। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ৪টি করে দল দুইটি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্ব খেলবে। সেখান থেকে শীর্ষ দুইটি দল খেলবে সেমিফাইনাল। আগামী ৯ মার্চের ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।
পাকিস্তানের তিনটি ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি এবং দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮টি দলের মধ্যে গ্রুপ ‘এ’-তে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড আর ‘বি’ গ্রুপে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
‘বি’ গ্রুপ থেকে আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার একটি ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। তবে এক্ষেত্রে আফগানিস্তান দলকে পরিপক্কতা দেখাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
দুবাইতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শোয়েব বলেন, ‘আফগানিস্তান যদি টুর্নামেন্ট চলাকালে পরিপক্কতা দেখাতে পারে, সেমিফাইনালে খেলতে পারবে তারা।...আমি বিশ্বাস করি পাকিস্তান, ভারত ও আফগানিস্তান ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলবে।’
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত সাবেক এই বোলার বলেন, ‘যদি আফগানিস্তানের দল পরিপক্কতা দেখাতে পারে এবং তাদের ব্যাটাররা ধৈর্য দেখায়, তাহলে তারা আশ্চর্যজনক ফলাফল নিয়ে আসতে পারে।’
পাকিস্তানের সাবেক এই তারকা বোলার আরও বলেন, ‘আমি আশাবাদী, ফেব্রুয়ারির ২৩ তারিখ পাকিস্তান ভারতকে হারাবে। এমনকি, আমি বিশ্বাস করি পাকিস্তান এবং ভারত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে।...চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান যদি ভারত ও নিউজিল্যান্ডকে হারাতে পারে, সবুজ জার্সিধারীদের টুর্নামেন্ট জেতা অর্ধেক হয়ে যাবে।’