আর্সেনালকে উড়িয়ে ফাইনালে নিউক্যাসল
আর্সেনালকে অনায়াসেই হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠল নিউক্যাসল। বুধবার রাতে সেন্ট জেমস পার্কে ২-০ গোলে জিতে ও দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানের অগ্রগামিতায় শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিল দলটি। জ্যাকব মার্ফি নিউক্যাসলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান অ্যান্থনি গর্ডন।
আর্সেনাল ১৯তম মিনিটে গোলের জন্য প্রথম শট নিতে পারে; মার্টিন ওডেগোরের জোরাল শটটি গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে বাধা পায়। ওখান থেকেই শাণানো পাল্টা-আক্রমণে এগিয়ে যায় নিউক্যাসল।
গর্ডনের জোরের ওপর বাড়ানো বল দারুণ এক স্পর্শে ধরে বক্সের বাইরে থেকে জোরাল শট নেন ইসাক, বল বাঁ পোস্টের ওপরের দিকে লেগে চলে যায় ডান দিকে। সেখানে ছুঁটে আসা ইংলিশ মিডফিল্ডার মার্ফির শট পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।
বিরতির পর বক্সে ফাঁকায় বল পেয়ে প্রথম ছোঁয়ায় প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ ফরোয়ার্ড গর্ডন। এতে ফাইনালের টিকেটও প্রায় নিশ্চিত হয়ে যায় নিউক্যাসলের। বাকি সময়েও আর্সেনাল পারেনি তাদের ভাবনায় ফেলতে।
এফএ কাপ থেকে আগেই ছিটকে গেছে আর্সেনাল। এবার শেষ হলো লিগ কাপের পথচলাও। তবে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে আছে দলটি।