হেটমায়ারের দানবীয় ব্যাটিংয়ে খুলনার লড়াইয়ের পুঁজি

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩১
শেয়ার :
হেটমায়ারের দানবীয় ব্যাটিংয়ে খুলনার লড়াইয়ের পুঁজি

জিতলেই ফাইনাল, হারলেই টুর্নামেন্ট থেকে বাদ। চিটাগং কিংসের বিপক্ষে এমন সমীকরণের ম্যাচে ৪২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল খুলনা টাইগার্স। সেখান থেকে মাহিদুল ইসলাম অঙ্কনের দায়িত্বশীল ৪১ রান ও শিমরন হেটমায়ারের ঝোড়ো গতিতে তোলা ৬৩ রানের ওপর ভর করে লড়াইয়ের পুঁজি পেয়েছে খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারানো খুলনার সংগ্রহ ১৬৩ রান। 

প্রথম কোয়ালিফায়ারে বরিশালের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়ে আফসোস করতে হয়েছে চিটাগংকে। এই ম্যাচে টসে জিতে তাই ফিল্ডিং নিতে দ্বিতীয়বার ভাবেননি চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিথুন। সিদ্ধান্তের যথার্থতা শুরু থেকেই প্রমাণ করতে থাকেন তার দলের বোলাররা। প্রথম ৬ ওভারে মাত্র ৩০ রান দিয়ে খুলনার ২ উইকেট তুলে নেয় চিটাগং। 

প্রথম ১০ ওভারে মাত্র ৪৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে খুলনা। টুর্নামেন্টে এখনা পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাঈম শেখ ২২ বলে ১৯ রান তুলতে পারলেও মেহেদী হাসান মিরাজ, অ্যালেক্স রস কিংবা আফিফ হোসাইনরা ফেরেন এক অঙ্কেই। দল যখন এক শ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কায়, তখন পঞ্চম উইকেটে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন অঙ্কন ও হেটমায়ারা। শুরুতে ধীরগতিতে শুরু করলেও ক্রমেই রানের গতি বাড়াতে থাকেন এই দুজন। 

প্রথম ১০ ওভারে ৪৬ রান করা খুলনা শেষ ১০ ওভারে তোলে ১১৭ রান। ১৬ ওভার শেষে খুলনা রান ছিল ৯২। অর্থাৎ, শেষ ৪ ওভারে খুলনা করে ৭১ রান। খালেদ আহমেদের করা ১৭তম ওভারে অঙ্কন-হেটমায়ার মিলে তোলেন ২৩ রান। ১৯তম ওভারে আরও বিধ্বংসী রূপ দেখান হেটমায়ার। আগের তিন ওভারে মাত্র ৬ রান দেওয়া বিনুরা ফার্নান্দোর এই ওভার থেকেই দুইটি চার ও দুই ছক্কায় হেটমায়ার তুলে নেন রান। শরিফুলের করা শেষ ওভারে আসে ১৭ রান। তাতে ১৬৩ রানের লড়াকু পুঁজি পায় খুলনা। 

৩২ বলে ১টি চার ও ৩ ছক্কায় ৪১ রান করেন অঙ্কন। ৩৩ বল খেলা হেটমায়ার ৬৩ রান করার পথে ৬টি চারের পাশাপাশি ছক্কা হাঁকান ৪টি। ৫ বলে ১২ রানের ক্যামিও খেলেন জেসন হোল্ডার।