৩৮ ধাপ এগিয়ে দুইয়ে অভিষেক
ইংল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাট করেছেন অভিষেক শর্মা। বিশেষ করে শেষ টি-টোয়েন্টিতে। ওই ম্যাচে মাত্র ৫৪ বলে ১৩৫ রান করেন তিনি। ভারতীয়দের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি রানের ইনিংস খেলে আইসিসি র্যাঙ্কিংয়েও বিশাল লাফ দিলেন তিনি। ৩৮ ধাপ এগিয়ে দুই নম্বরে চলে এসেছেন অভিষেক।
৫ ম্যাচের সিরিজে ৫৫.৮০ গড়ে ২৭৯ রান করেছেন অভিষেক। এই সময়ে তার স্ট্রাইকরেট ছিল আকাশছোঁয়া, ২১৯.৬৮। সিরিজে একটি সেঞ্চুরির পাশাপাশি একটি হাফ সেঞ্চুরিও আদায় করে নেন অভিষেক। টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে সবার ওপরে যথারীতি অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। যদিও হেডের থেকে মাত্র ২৬ রেটিং পয়েন্ট কম অভিষেকের।
সেরা পাঁচে রয়েছেন ভারতের আরও দুই ব্যাটার। তিন নম্বরে কিছুদিন আগে ব্যাট হাতে রেকর্ড গড়া তিলক ভার্মা ও পাঁচে অধিনায়ক সূর্যকুমার যাদব।
এদিকে, বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন রহস্য লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ইনিংসে ১৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজ হওয়া বরুণ হয়েছিলেন সিরিজসেরাও। তিন ধাপ এগিয়ে দুই নম্বরে এখন তিনি। ইংল্যান্ডের তারকা লেগ স্পিনার আদিল রশিদের সঙ্গে এই স্থানে আছেন বরুণ। সবার ওপরে কেবল ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেইন। ভারতেরই আরেক স্পিনার সাবেক রবি বিষ্ণোই চার ধাপ এগিয়ে উঠে এসেছেন চার নম্বরে।
শ্রীলংকা-অস্ট্রেলিয়ার মধ্যকার গলে টেস্টও র্যাঙ্কিংয়ে রেখেছে বড় অবদান। তিনধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন স্টিভেন স্মিথ। আর ডাবল সেঞ্চুরি করে ছয় ধাপ এগিয়ে ১১তম স্থানে উসমান খাজা। বোলিংয় ২ ধাপ এগিয়ে নাথান লায়ন ষষ্ঠ স্থানে এবং সমান উন্নতি করে ১২তম স্থানে মিচেল স্টার্ক।