৬ অনভিজ্ঞকে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে দ. আফ্রিকা
চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানের মাটিতে স্বাগতিক দল ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ উপলক্ষে আজ বুধবার দল ঘোষণা করেছেন প্রোটিয়া কোচ রব ওয়াল্টার। ১২ জনের সেই স্কোয়াডে অভিষেকের অপেক্ষায়ই আছেন ৬ জন।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ১০ ফেব্রুয়ারি হতে যাওয়া সেই ম্যাচে অধিনায়কত্ব করবেন যথারীতি টেম্বা বাভুমা। আর অনভিষিক্ত ক্রিকেটাররা হচ্ছেন- ম্যাথিউ ব্রিৎজকে, মিকা-ইল প্রিন্স, গিডিওন পিটার্স, ইথান বশ, সেনুরান মুথুসামী ও মিহলালি পংওয়ানা।
স্কোয়াডে রাখা হয়েছে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ওঠা পেসার জেরাল্ড কোয়েটজেকেও। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ ‘এসএ ২০’-এর পর স্কোয়াডে আরও সদস্য যুক্ত করা হবে বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
দক্ষিণ আফ্রিকার দলে নেই উল্লেখযোগ্য দুই সদস্য কেশাভ মহারাজ ও হেনরিখ ক্লাসেনকে। আগামী ৯ ফেব্রুয়ারি পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন তারা। প্রথম ওয়ানডে না খেলতে পারলেও ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলবেন তারা।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকা মার্কো জেনসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, ট্রিস্টান স্টাবস এবং রাসি ফন ডার ডুসেন পাকিস্তানে যাবেন আগামী ১৪ ফেব্রুয়ারি।
নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ইথান বশ, ম্যাথিউ ব্রিৎজেকে, জেরাল্ড কোয়েটজে, জুনিয়র ডালা, উইয়ান মুল্ডার, মিহলালি পংওয়ানা,সেনুরান মুথুসামী গিডিওন পিটার্স, মিকা-ইল প্রিন্স, জেসন স্মিথ ও কাইল ভেরাইন্না।