অস্ট্রেলিয়া শিবিরে জোড়া ধাক্কা, নেতৃত্বে স্মিথ বা হেড!

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৫
শেয়ার :
অস্ট্রেলিয়া শিবিরে জোড়া ধাক্কা, নেতৃত্বে স্মিথ বা হেড!

চ্যাম্পিয়নস ট্রফির আগে অস্ট্রেলিয়া শিবিরে ফের দুঃসংবাদ। এবার জোড়া ধাক্কা খেতে যাচ্ছে দলটি। যেখানে দলের অধিনায়ক প্যাট কামিন্স ও আরেক পেসার জশ হ্যাজলউড চোটে ছিটকে যেতে পারেন।

অস্ট্রেলিয়া চলমান শ্রীলংকা সফরে টেস্ট সিরিজ শেষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে। আজ বুধবার এই সিরিজকে ঘিরে দেশ ছাড়ার কথা অস্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেটারদের। কিন্তু সেই যাত্রা পথে প্যাট কামিন্স থাকছেন না।

এ নিয়ে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, চোটে পড়া অস্ট্রেলিয়ান অধিনায়ক এখনও কোনো ধরনের বোলিং শুরু করতে পারেননি। চ্যাম্পিয়নস ট্রফিতেও বিশ্বকাপজয়ী অধিনায়কের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আর স্টিভেন স্মিথ কিংবা ট্রাভিস হেডের মধ্যে একজন চ্যাম্পিয়নস ট্রফিতে নেতৃত্ব দেবেন অজিদের।

এদিকে চোটের কারণে অস্ট্রেলিয়ার গোষিত স্কোয়াড থেকে আগেই ছিটকে গেছেন মিচেল মার্শ। এখন যোগ হলো কামিন্সকে না পাওয়ার ধাক্কা। স্কোয়াডে থাকা পেসার হ্যাজলউডের সেরে ওঠা নিয়েও শঙ্কা আছে। সব মিলিয়ে বেশ টালমাটাল অস্ট্রেলিয়া।

কামিন্স না থাকায় শন অ্যাবটের দলে ফেরার দুয়ার খুলে যেতে পারে। আর হ্যাজলউড না থাকলে সুযোগ পেতে পারেন স্পেন্সার জনসন। বাড়তি স্পিনার নিতে চাইলে তানভির স্যাঙ্ঘার নামও থাকতে পারে বিবেচনায়।

মার্শের জায়গায় বদলি কারও নাম এখনও ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। সেখানে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার বাউ ওয়েবস্টার। চোটের কারণে আরেক অলরাউন্ডার ক্যামেরন গ্রিন তো বিবেচনার বাইরে আছে অনেক দিন থেকেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তিনি।