এসি মিলানে ফেলিক্স

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৫
শেয়ার :
এসি মিলানে ফেলিক্স

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি থেকে ধারে এসি মিলানে যোগ দিলেন জোয়াও ফেলিক্স। মৌসুমের বাকি সময়ের জন্য এই পর্তুগিজ ফরোয়ার্ড সিরি আর দলটির হয়ে খেলবেন।

মঙ্গলবার এক বিবৃতিতে ২৫ বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার কথা জানিয়েছে মিলান। তবে চুক্তিতে তাকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার কোনো ধারা রাখা হয়নি।

মিলানে সোমবার পা রাখেন ফেলিক্স এবং তার মেডিকেল সম্পন্ন হয়। এরপর চুক্তিতে সই করেন।

এর আগে আতলেতিকো মাদ্রিদ থেকে গত অগাস্টে সাত বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন ফেলিক্স। দ্বিতীয় দফায় স্ট্যামফোর্ড ব্রিজে এসে প্রথম ম্যাচেই তিনি গোলের দেখা পান প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে। তারপরও এন্টসো মারেস্কার কোচিংয়ে লিগে মাত্র তিনটি ম্যাচে শুরুর একাদশে খেলার সুযোগ পান তিনি। মৌসুমে লিগে ১২ ম্যাচে তার গোল ওই একটিই।

ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে বুধবার রোমার বিপক্ষে ম্যাচ দিয়ে দলটির জার্সিতে অভিষেক হতে পারে ফেলিক্সের।