ড্রেসিংরুমের বিতর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭
শেয়ার :
ড্রেসিংরুমের বিতর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর

ভারতের সাম্প্রতিক টেস্ট ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়া সফরে ১-৩ ব্যবধানে সিরিজ হেরে ফিরেছিল দলটি। এই সিরিজে আবার ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি ড্রেসিংরুমে তার ব্যবহারের কথাও প্রকাশ্যে এসেছিল। এবার ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ড্রেসিংরুমের সেই ঘটনা গুজব বলে উড়িয়ে দিলেন গম্ভীর।

অজি ড্রেসিংরুমে গম্ভীরের রুদ্রমূর্তি দেখা গিয়েছিল বলে শোনা যায়। যেখানে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেন সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনেরা। তাঁরা খোশমেজাজে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছিলেন। সেটা দেখেই গম্ভীরকে পরিবেশ নিয়ে প্রশ্ন করেছিলেন কেভিন পিটারসেন।

ভারতের টেস্ট খেলা কোনো ক্রিকেটারই প্রায় টি-টোয়েন্টি দলে নেই। গম্ভীর যদিও প্রমাণ করতে চাইলেন দু’টি একই দল। ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে তিনি বলেন, ‘ওরা একসঙ্গে অনেক দিন ধরে খেলছে। এক মাস আগে গুজব ছড়িয়ে পড়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট এমনই। দল জিততে না পারলে সাজঘর নিয়ে অনেক কথাই শোনা যায়। কিন্তু জিততে শুরু করলেই সব ঠিক হয়ে যায়।’

অস্ট্রেলিয়ায় কী হয়েছিল? চতুর্থ টেস্টে হারের পর ভারতীয় দলের ভেতরের গোলমালের কথা প্রকাশ্যে চলে আসে। সেখানে কোচ দুষছেন ক্রিকেটারদের। ক্রিকেটারেরা দুষছেন অধিনায়ক রোহিত শর্মাকে। এমনই খবর প্রকাশ করেছিল একটি ইংলিশ দৈনিক। মেলবোর্নে মাত্র ২০.৪ ওভারের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার হাতে ম্যাচ তুলে দিয়েছিল ভারত। এক সময় মনে হচ্ছিল ম্যাচটি বাঁচিয়ে ফেলবে ভারত। কিন্তু সেটা সম্ভব হয়নি। ভারতীয় ব্যাটারেরা হতাশ করেছিলেন। আর সেই হারের পরে নাকি সাজঘরেই দেখা গিয়েছিল ক্ষুব্ধ গম্ভীরকে। আবার ক্রিকেটারেরা খুশি নন রোহিতের নেতৃত্ব নিয়ে।

এ নিয়ে জানা যায়, কোচ গম্ভীর কারো নাম নেননি, কিন্তু তিনি ক্রিকেটারদের খেলায় ক্ষুব্ধ। সেই সব ক্রিকেটারের তিনি সমালোচনা করেছিলেন, যারা দলের কথা না ভেবে নিজেদের ইচ্ছেমতো শট খেলেছিলেন। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেননি তাঁরা। গম্ভীর কারও নাম না নিলেও মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি না বুঝে শট খেলার জন্য সমালোচিত হয়েছিলেন ঋষভ পন্থ।