সাতে যোগ দিয়ে সাতাশে বিচ্ছেদ
২০০৫ সালে মাত্র ৭ বছর বয়সে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন মার্কাস রাশফোর্ড। ২০১৬ সালে মূল দলে অভিষেক হয় তার। ওল্ড ট্রাফোর্ডে দীর্ঘ ২০ বছর কাটিয়ে অবশেষে ঠিকানা বদল হচ্ছে এই ইংলিশ তারকার। ধারে ইউনাইটেড থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
রাশফোর্ড যে ইউনাইটেডে থাকছেন না, সেটি বোঝা গিয়েছিল বেশ কিছুদিন আগে থেকেই। রাশফোর্ডের ওপর মোটেও সন্তুষ্ট ছিলেন না ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিম। একসময় রেড ডেভিলদের হয়ে নিয়মিত খেলতে দেখা গেলেও রাশফোর্ডকে সবশেষ খেলতে দেখা গেছে গত ১২ ডিসেম্বর, ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে।
ইএসপিএনের তথ্যমতে, আপাতত ধারে খেললেও অ্যাস্টন ভিলা চাইলে রাশফোর্ডের সঙ্গে স্থায়ী চুক্তিতে যেতে পারবে। সেটি না হলে আবারও ইউনাইটেডে ফিরতে হবে এই তারকাকে।
ইউনাইটেডের সিনিয়র দলের হয়ে সাড়ে নয় মৌসুম খেলেছেন রাশফোর্ড। এই সময়ে ৪২৬ ম্যাচে ১৩৮ গোল করেছেন এই ইংলিশ তারকা। দলের হয়ে ৫টি শিরোপা জিতেছেন তিনি।
দল পাল্টানোর বার্তা দিয়ে ইনস্টাগ্রামে রাশফোর্ড লিখেছেন, ‘ধারের চুক্তিটা সম্পন্ন করার জন্য আমি ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সৌভাগ্যবান যে কিছু ক্লাব আমাকে নিতে চেয়েছে, তবে অ্যাস্টন ভিলায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল।’