রংপুর-খুলনা বাঁচামরার লড়াইয়ে, বরিশাল-চিটাগং ফাইনালের

ক্রীড়া প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯
শেয়ার :
রংপুর-খুলনা বাঁচামরার লড়াইয়ে, বরিশাল-চিটাগং ফাইনালের

বিপিএলের ১১তম আসরের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। সাত দলের এই টুর্নামেন্টে প্লে-অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল, চিটাগং কিংস, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এবার শেষ চারের লড়াই। আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের প্লে-অফ পর্ব। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। হাইভোল্টেজ ম্যাচে টেবিলের শীর্ষ দল ফরচুন বরিশাল খেলবে চিটাগং কিংসের বিপক্ষে।

গত বছরের ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল বিপিএল। প্রথম পর্বে প্রতিটি দল ১২টি করে ম্যাচ খেলেছে। সর্বাধিক ৯ ম্যাচে জয় পেয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। ১৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষ দল হিসেবে প্লে-অফে উঠেছে। দ্বিতীয় স্থানে থাকা চিটাগং কিংস জয় পেয়েছে ৮ ম্যাচে। তাদের পয়েন্ট ১৬। সমান পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে রংপুর রাইডার্স। 

নুরুল হাসানের দল চলতি টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছিল। প্রথম আট ম্যাচ জিতে তারা রীতিমতো আকাশে উড়ছিল। প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর। এর পরই দলটি খেই হারিয়ে ফেলে। শেষের চারটি ম্যাচই হেরেছেন নুরুল হাসানরা। টেবিলের তৃতীয় স্থানে থাকায় তাদের এলিমিনেটর ম্যাচ খেলতে হচ্ছে। শীর্ষ চারে থাকতে পারত টুর্নামেন্টের বহুল আলোচিত দল দুর্বার রাজশাহীও। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১২। তবে খুলনার কাছে নেট রান রেটে পিছিয়ে পড়ায় তাদের প্লে-অফ খেলা হয়নি। টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে দুর্বার রাজশাহী। সমান পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের খুলনা।

এলিমিনেটর ম্যাচে আজ রংপুর ও খুলনা মুখোমুখি হবে। এ ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। আর পরাজিত দল বিদায় নেবে। মিরাজ আশাবাদী। নিজেদের সেরাটা দিতে পারলে এ ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেন খুলনা অধিনায়ক। অন্যদিকে শেষ চার ম্যাচ হারলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ‘ডু অর ডাই’ ম্যাচটি জিতে ফাইনালের আশা টিকিয়ে রাখতে চান তিনি।

ক্রিকেটপ্রেমীদের আগ্রহ অবশ্য কোয়ালিফায়ার-১ ম্যাচকে ঘিরেই বেশি। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তারা শিরোপা ধরে রাখতে মরিয়া। চিটাগং কিংসকে হারিয়ে আজই তারা ফাইনালের টিকিট কাটতে উন্মুখ হয়ে আছে। অন্যদিকে আশায় বুক বেঁধেছে বন্দরনগরীর দলটিও। প্রথম পর্বের শেষ ম্যাচে তারা বরিশালকে ২৪ রানে হারিয়েছে। এ জয়টাই অনুপ্রেরণা যোগাচ্ছে মোহাম্মদ মিঠুনদের।

এদিকে বিপিএলের প্রথম পর্ব শেষে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় শীর্ষ পাঁচে আছেন বাংলাদেশের চার ব্যাটার। সবার ওপরে থাকা ঢাকা ক্যাপিটালসের তানজিদ তামিম ১২ ম্যাচে ৪৮৫ রান করেছেন। সর্বোচ্চ ১০৮। তার ফিফটি রয়েছে চারটি। দ্বিতীয় স্থানে নাঈম শেখ। খুলনা টাইগার্সের ওপেনার ১২ ম্যাচে ৪৪৪ রান করেছেন। সর্বোচ্চ ১১১*। তার ফিফটি তিনটি। তিনে থাকা দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয় ১২ ম্যাচে ৩৯২ রান করেছেন। সর্বোচ্চ ১০০*। চতুর্থ স্থানে সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। তিনি ১২ ম্যাচে ৩৮৯ রান করেছেন। পঞ্চম স্থানে থাকা চিটাগং কিংসের গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে এসেছে ১১ ম্যাচে ৩৭৭ রান।

শীর্ষ পাঁচ বোলারদের তালিকায় অবশ্য বিদেশিরা এগিয়ে। ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশালের ফাহিম আশরাফ ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। এ ছাড়া রংপুর রাইডার্সের আকিফ জাভেদ ১০ ম্যাচে ১৯, চিটাগং কিংসের খালেদ আহমেদ ১১ ম্যাচে ১৮ ও রংপুর রাইডার্সের খুশদিল শাহ ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন।