রিয়াল-আতলেতিকোর সঙ্গে লড়াই জমিয়ে তুলল বার্সেলোনা
স্প্যানিশ লা লিগায় আগের দিন রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে সুযোগ আসে ব্যবধান কমিয়ে কাছাকাছি পৌঁছানোর। কষ্ট হলেও সেই সুযোগ নষ্ট করল না হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। অবনমন অঞ্চলের দল আলাভেসকে হারিয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৪-এ নিয়ে এল কাতালানরা।
২২ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে লা লিগার তিন নম্বরে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আতলেতিকো মাদ্রিদ। আর ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
গতকাল রবিবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে বার্সার হয়ে একমাত্র গোলটি দেন রবার্তো লেভানদোভস্কি। ম্যাচের ষষ্ঠ মিনিটে সুযোগ পেয়েও গোল আদায় করতে পারেনি বার্সা। কিছুক্ষণ পর একে অপরের সঙ্গে সংঘর্ষে আঘাত পান বার্সেলোনার গাভি ও আলাভেসের তমাস কোনেচেনি। তাতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। স্ট্রেচারে বাইরে যেতে হয় কোনেচেনিকে। গাভির বদলি হিসেবে ফের্মিন লোপেসকে নামানো হয়।
ম্যাচটি বেশ ম্যাড়ম্যাড়ে হয়েছে দুই দলের মধ্যে। ৩০তম ও ৪৩তম মিনিটে সুযোগ পেয়েও শট কাজে লাগাতে পারেনি বার্সা। প্রথমার্ধে মোটে ৩টি শটই করে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। আর আলাভেস গোলে কোনো শটই নিতে পারেনি।
৬১তম মিনিটে গিয়ে গোল পায় বার্সেলোনা। পেদ্রির ক্রসে ইয়ামালের ভলি আলাভেসের এক খেলোয়াড়ের পিঠে লাগার পর সেই ভলিতেই গোল আদায় করেন লেভানদোভস্কি। এতে লা লিগায় গোলদাতার আসনে সবার ওপরে নিজের স্থান শক্ত করলেন তিনি। ২১ ম্যাচে এই পোলিশ তারকার গোল ১৮টি। দুইয়ে থাকা রিয়ালের কিলিয়ান এমবাপ্পের গোল ১৫টি। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।